Triumph Scrambler 400X: পুজোর বাজার কাঁপাবে বাজাজ-ট্রায়াম্ফের নতুন বাইক, লঞ্চ অক্টোবরেই

ব্রিটেনের প্রিমিয়াম টু-হুইলার নির্মাতা ট্রায়াম্ফ (Triumph)-এর সাথে জোট বেঁধে বাজাজ অটো (Bajaj Auto) সম্প্রতি একজোড়া মোটরবাইক হাজির করেছিল। এগুলি হল – Triumph Speed 400 ও Triumph Scrambler 400X। প্রথমটির দাম ঘোষণা করা হলেও, দ্বিতীয়টি কিনতে কত খরচ পড়বে, তা এখনও জানায়নি কোম্পানি। তবে এবারে সেই পদক্ষেপ নিতে চলেছে তারা। অক্টোবরেই Scrambler 400X-এর মূল্য প্রকাশ করে অফিশিয়ালি লঞ্চ করবে ট্রায়াম্ফ। চলুন বাইকটির সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

ডিজাইন

স্ক্র্যাম্বলার ৪০০এক্স-এর ডিজাইন সংস্থার Scrambler 900 ও 1200-এর থেকে অনুপ্রাণিত। এর মাটি থেকে উচ্চতা ৮৩৫ মিমি এবং দেওয়া হয়েছে টু-পিস সিট। স্ক্র্যাম্বলার মডেলটিতে দেওয়া হয়েছে একটি দীর্ঘ ট্রাভেল সাসপেনশন এবং অ্যালুমিনিয়াম অ্যালয় হুইলে মেটজেলার টায়ার। আবার হ্যান্ডেলবারে নাকেল গার্ড, এলইডি হেডলাইট এবং ইঞ্জিন ব্যাশ প্লেটের জন্য মেশ গার্ড।

ডাইমেনশন

ডাইমেনশনএর প্রসঙ্গে বললে, Scrambler 400X-এর দৈহিক ওজন ১৮৫ কেজি, যা Speed 400-এর থেকে ৯ কেজি বেশি। বাইকটির দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং হুইলবেস যথাক্রমে ২১৫৪ মিমি, ৯০১ মিমি, ১১৬৯ মিমি ও ১৪১৮ মিমি।

ইঞ্জিন

Speed 400 ও Scrambler 400X-এ একই ইঞ্জিন উপস্থিত। যা ৩৯৮ সিসি ও লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার, ফোর ভাল্ভ ও DOHC প্রযুক্তির। এটি থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৩৯.৫ বিএইচপি শক্তি এবং ৬৫০০ আরপিএম গতিতে ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। অ্যাসিস্ট ক্লাচ যুক্ত ইঞ্জিনে যোগ্য সঙ্গত দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।

ফিচার্স

Triumph Scrambler 400X-এর ফিচার হিসেবে দেওয়া হয়েছে, অল এলইডি লাইটিং, রাইড-বাই-ওয়্যার, লম্বা হ্যান্ডেলবারে প্লাস্টিক হ্যান্ড গার্ড, টু পিস সিট, ও সুইচেবল ট্রাকশন কন্ট্রোল। সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আপরাইট রাইডিং স্টান্স রয়েছে বাইকটিতে। ডিজিটাল ডিসপ্লেতে ডুয়েল ওডোমিটার, ফুয়েল লেভেল, গিয়ার ইন্ডিকেটর সহ ইত্যাদি তথ্য ভেসে উঠবে। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি সি পোর্ট।

হার্ডওয়্যার

Triumph Scrambler 400X-এ স্ক্র্যাম্বলার বৈশিষ্ট্য আরও বেশি করে ফুটিয়ে তুলতে এতে দেওয়া হয়েছে ১৯ ইঞ্চি ফ্রন্ট এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল। এর সাথে উভয়দিকে ১৫০ মিমি ট্রাভেল সহ ৪৩ মিমি ইউএসডি ফর্ক উপস্থিত। ব্রেকিংয়ের দায়িত্ব সামলাতে দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সহ সামনে ও পেছনে যথাক্রমে ৩২০ মিমি ও ২৩০ মিমি ডিস্ক ব্রেক। সামনে ও পেছনে আছে যথাক্রমে ১০০/৯০ সেকশন ও ১৪০/৮০ সেকশন ডুয়েল-পারপাস টায়ার। আবার অফ-রোড রাইডিংয়ে উন্নত নিয়ন্ত্রণ পেতে এবিএস নিষ্ক্রিয় করে রাখার ব্যবস্থা রয়েছে এতে।

সম্ভাব্য দাম ও প্রতিপক্ষ

Triumph Scrambler 400X-এর দাম ২.৭ লাখ থেকে ২.৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। বাজারে এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে – KTM 390 Adventure, Royal Enfield Scram 411 ও আসন্ন Royal Enfield Himalayan 452।