Tecno Spark 8C মাত্র 7500 টাকায় 6 জিবি র‌্যাম সহ লঞ্চ হল, রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

Tecno আজ অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি Tecno Spark 8C নামক একটি নতুন প্রিমিয়াম এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করলো ভারতে। এটি সংস্থার প্রথম হ্যান্ডসেট, যেখানে ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট সহ মোট ৬ জিবি র‌্যাম এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেটের HD+ ডিসপ্লে আছে। পাশাপাশি, অক্টা কোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক কাস্টম ওএস এবং ৩-ইন-১ 4G সিম-স্লটের সাপোর্ট পাওয়া যাবে Tecno এর এই নয়া স্মার্টফোনে। আবার, ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপ যথেষ্ট নজর কাড়তে পারে। কারণ, এগুলিতে একাধিক উল্লেখযোগ্য ফিল্টার মোড সাপোর্ট করবে। এছাড়া, উক্ত ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে, যা একক চার্জে অবিশ্বাস্য ৮৯ দিনের ব্যাটারি ব্যাকআপ অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। তবে, নবাগত এই ফোনের দাম সর্বাধিক আকর্ষিত করবে ক্রেতাদের, কেননা এই সমস্ত ফিচারের সুবিধা ৭,৫০০ টাকারও কম খরচ করে পেয়ে যাবেন আপনারা। সুতরাং সাশ্রয়ী মূল্যের সাথে বাজারে বিদ্যমান অন্যান্য স্মার্টফোনকে, Tecno Spark 8C যে ভালোই টক্কর দেবে তা আর বলার অপেক্ষা রাখে না। যাইহোক, সারসংক্ষেপ ছেড়ে এবার Tecno Spark 8C স্মার্টফোনের দাম, লভ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক চলুন।

Tecno Spark 8C দাম ও প্রাপ্যতা

টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনকে ৭,৪৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এই দাম ফোনের ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। প্রাপ্যতার কথা বললে, নবাগত এই মডেলকে আগামী ২৪শে ফেব্রুয়ারি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করে দেওয়া হবে।
ক্রেতারা এটিকে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এর মাধ্যমে ৪টি ভিন্ন কালার অপশনে কিনতে পারবেন – ম্যাগনেট ব্ল্যাক, আইরিস পার্পল, ডায়মন্ড গ্রে এবং ফিরোজা সায়ান।

Tecno Spark 8C স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ৮সি স্মার্টফোনে দেওয়া হয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডট নচ ডিসপ্লে। এই ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ২৬৯পিপিআই পিক্সেল ডেনসিটি, ৪৮০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৯.৩% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। আবার উক্ত হ্যান্ডসেটটি অক্টা কোর প্রসেসর সহ এসেছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ কাস্টম স্কিন পাওয়া যাবে। স্টোরেজের কথা বললে, টেকনো স্পার্ক ৮সি ফোনে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে। সাথে, অতিরিক্ত ভাবে ৩ জিবি ভার্চুয়াল র‌্যামের সাপোর্টও মিলবে। এছাড়া, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Tecno Spark 8C স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি সেন্সরটি ১৩ মেগাপিক্সেলের এআই (AI) ক্যামেরা। আর সেকেন্ডারি সেন্সরে এআই (AI) বিউটি ৩.০ মোড, পোর্ট্রেট মোড, ওয়াইড সেলফি মোড, HDR, ফিল্টার মোড সাপোর্ট করে। এছাড়া, সেলফি তোলা ও ভিডিও চ্যাটিংয়ের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচারের কথা বললে, Tecno Spark 8C স্মার্টফোনে ভল্ট ২.০, স্মার্ট প্যানেল ২.০, কিডস মোড, সোশ্যাল টার্বো, অ্যান্টি-থেফট অ্যালার্ম, ফোন ক্লোনার, ভয়েস চেঞ্জার, পিক প্রুফ, গেম মোডের সাপোর্ট পাওয়া যাবে। তদুপরি, ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিও, জিপিএস/এ-জিপিএস এবং ৩.৫মিমি হেডফোন জ্যাক। এছাড়া, এতে ডুয়াল 4G VoLTE সহ ৩-ইন-১ সিম স্লট সিস্টেমও উপলব্ধ।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Tecno Spark 8C ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির মেগা ব্যাটারি আছে। এই ব্যাটারি একক চার্জে ৫৩ ঘন্টার কলিং টাইম ও ৮৯ দিনের স্ট্যান্ড-বাই টাইম অফার করবে। পাশাপাশি, ফোনটি আল্ট্রা পাওয়ার সেভিং, স্লিপ মোড অপ্টিমাইজেশানের মতো ব্যাটারি ল্যাব ফিচারের সাথে এসেছে। পরিশেষে, Tecno Spark 8C, IPX2 সার্টিফাইড হওয়ায়, এটি স্প্ল্যাশ প্রতিরোধ করতে সক্ষম।