দুর্দান্ত ফর্মে বাইশকে বিদায়, চিরপ্রতিদ্বন্দ্বী Hyundai-কে হারিয়ে মধুর প্রতিশোধ Tata-র

নতুন বছর শুরু হতেই গত মাসে গাড়ি বিক্রির পরিসংখ্যান সর্বসমক্ষে হাজির করল ভারতের অটোমোবাইল জায়েন্ট টাটা মোটরস (Tata Motors)। কেবল টাটা নয়, একই সাথে ভারতের অন্যান্য গাড়ি সংস্থা যেমন মারুতি সুজুকি, টয়োটা-ও ডিসেম্বর ২০২২-এ তাদের বেচাকেনার হদিশ দিয়েছে। যেখানে অনেকেরই নভেম্বরের চাইতে বিক্রিবাট্টা কমার খবর সামনে এসেছে। কিন্তু গত মাসে ছয় হাকিয়ে দীর্ঘদিনের আশা পূরণ করতে পেরেছে টাটা।

গাড়ি বিক্রির নিরিখে আগের মাসে হুন্ডাই (Hyundai)-কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার খেতাব দখল করেছে টাটা। ফলে চিরপ্রতিদ্বন্দ্বী Hyundai-কে হারিয়ে মধুর প্রতিশোধ নিতে পেরেছে তারা। ২০২২-এর শেষ মাসে টাটা মোট ৪০,০৪৩টি যাত্রীবাহী গাড়ি বিক্রি করতে পেরেছে। যেখানে ২০২১-এর ওই সময়ে তাদের বিক্রিবাট্টার পরিমাণ ছিল ৩৫,২৯৯ ইউনিট।

উল্লেখ্য, ২০২২-এর নভেম্বরের তুলনায় ডিসেম্বরে গাড়ি বিক্রি ১৩ শতাংশ কমতে দেখা গিয়েছে টাটা মোটরসের। তবে হুন্ডাইকে টপকে দ্বিতীয় স্থান দখল করেতে অসুবিধা হয়নি তাদের। কারণ গত মাসে দক্ষিণ কোরিয়ান সংস্থাটি এদেশে মোট ৩৮,৮৩১টি যাত্রী গাড়ি বিক্রি করতে পেরেছে।

তবে ডিসেম্বরে পালাবদল হলেও ২০২২ সালে মোট গাড়ি বিক্রির নিরিখে টাটাকে পরাজিত করে ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার খেতাব নিজেদের দখলে রেখেছে হুন্ডাই। গত বছর এদেশে তাদের প্রায় সাড়ে পাঁচ লাখ গাড়ি বিক্রি হয়েছে। টাটা মোটরসের থেকে ২৬,০০০ ইউনিট বেশি।