Nokia T10 LTE ভার্সন এবার ভারতে লঞ্চ হল, ব্যবহার করা যাবে Jio সহ সব সিম

নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী ফিনল্যান্ড-ভিত্তিক ইলেকট্রনিক্স সংস্থা এইচএমডি গ্লোবাল (HMD Global) গত মাসে ভারতে তাদের নয়া Nokia T10 ট্যাবলেটটি লঞ্চ করেছে। এটি দেশে শুধুমাত্র ওয়াইফাই-ওনলি (WiFi-Only) সংস্করণে উপলব্ধ ছিল৷ তবে এখন, এইচএমডি গ্লোবাল T10 ট্যাবের একটি এলটিই (LTE) সংস্করণ উন্মোচন করেছে। কানেক্টিভিটি অপশনের ভিন্নতা ছাড়া নয়া ডিভাইসটিতে ওয়াইফাই-ওনলি মডেলের মতোই স্পেসিফিকেশন রয়েছে, তবে এটির দাম কিছুটা বেশি। Nokia T10-তে এলসিডি ডিসপ্লে, Unisoc T606 প্রসেসর, ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৫,২৫০ এমএএইচ ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। চলুন এই নোকিয়া ট্যাবলেটটির এলটিই সংস্করণের দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

ভারতে নোকিয়া টি১০ এলটিই সংস্করণের দাম – Nokia T10 LTE version Price in India

ভারতীয় বাজারে নোকিয়া টি১০ এলটিই ভ্যারিয়েন্টের ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৭৯৯ টাকা। আবার এর উচ্চতর ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ১৩,৭৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon) এবং নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আগামী ১৫ অক্টোবর থেকে কেনার জন্য উপলব্ধ হবে।

নোকিয়া টি১০-এর স্পেসিফিকেশন – Nokia T10 Specifications

নোকিয়া টি১০ হল একটি বাজেট ট্যাবলেট এবং এটি বাজারে উপলব্ধ রিয়েলমি প্যাড, রেডমি প্যাড, মোটো ট্যাব জি২-এর মতো ট্যাবগুলির সঙ্গে প্রতিযোগিতা করবে। এতে এইচডি রেজোলিউশন সহ ৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেটি এইচডি নেটফ্লিক্স (Netflix) কন্টেন্ট দেখার জন্য সার্টিফায়েড। ডিভাইসটি ১.৬ গিগাহার্টজের ইউনিসক টি৬০৬ চিপসেট দ্বারা চালিত, যার সাথে গ্রাফিক্সের জন্য মালি জি৫৭ এমপি১ (Mali G57 MP1) জিপিইউ-টি যুক্ত রয়েছে। নোকিয়া টি১০-এ সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়। আবার, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানোও সম্ভব। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করে। নোকিয়া এতে ২ বছরের ওএস আপগ্রেড এবং ৩ বছরের মাসিক সিকিউরিটি আপডেট দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Nokia T10-এর রিয়ার প্যানেলে ছোট বর্গাকৃতির ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে একটি ৮ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ অবস্থান করছে। আর ট্যাবলেটের সামনে একটি ২ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপারও উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia T10-এ স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,২৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনের কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ এবং একটি ইউএসবি-সি পোর্ট।