Google Pixel 7a-এর দাম ফাঁস! ডিজাইন, প্রাইস ও ফিচার দেখে মন গলবে আপনার

আগামী ১০ মে Google Pixel 7a ভারতে ৪০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে

Google ২০২২ সালের অক্টোবরে প্রিমিয়াম সেগমেন্টের অধীনে Pixel 7 সিরিজ লঞ্চ করেছিল, যার দাম শুরু হয়েছিল ৫৯,৯৯৯ টাকা থেকে। কয়েক মাস যেতে না যেতেই সংস্থাটি এখন মিড-রেঞ্জ সেগমেন্টে Google Pixel 7a আনতে প্রস্তুতি নিচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আসন্ন Pixel 7a এর লঞ্চের তারিখ ও দাম ফাঁস হয়েছে। যে কারণে এর প্রাইস রেঞ্জ আমরা জানতে পেরেছি। এর আগে ফোনটির বিভিন্ন স্পেসিফিকেশনও সামনে এসেছিল।

Google Pixel 7a-এর সম্ভাব্য দাম ও লঞ্চের তারিখ

টিপস্টার দেবায়ন রায়ের (@Gadgetsdata) দাবি, আগামী ১০ মে Google Pixel 7a ভারতে ৪০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে। তবে এর স্টোরেজ অপশন সম্পর্কে টিপস্টার কিছু বলেননি।

Google Pixel 7a-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আসন্ন গুগল পিক্সেল ৭এ ডিভাইসটিতে ৬.১ ইঞ্চি এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ। আর এটি টেনসর জি২ চিপসেট সহ আসতে পারে। এছাড়া অ্যান্ড্রয়েড ১৩ চালিত ফোনটিতে পাওয়া যেতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরাগুলি হবে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৭ সেন্সর ও ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা লেন্স। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য থাকতে পারে ১০.৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পিক্সেল ৭এ-এ পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হতে পারে ৪৫০০ এমএএইচ ব্যাটারি।

গুগল বলছে, Pixel 7a ফোনের পিছনে কাটআউটসহ ফুল মেটাল ক্যামেরা ফ্রেম থাকবে। এর আগে ফোনটির কালার অপশনও ফাঁস হয়েছিল। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – হোয়াইট, গ্রে এবং আর্কটিক ব্লু। যদিও Google এখনও Pixel 7a এর লঞ্চের তারিখ বা স্পেসিফিকেশন কিছুই নিশ্চিত করেনি।