Xiaomi নয়, এই বছর Vivo প্রথম Snapdragon 898 প্রসেসরের স্মার্টফোন বাজারে আনতে পারে

V2102A মডেল নম্বরের একটি Vivo স্মার্টফোন চীনের CMIIT অথরিটির থেকে অনুমোদন পেয়েছে। অচেনা এই স্মার্টফোনটির সবচেয়ে উল্লেখযোগ বিষয় হল, এতে Qualcomm-এর পরবর্তী প্রজন্মের চিপসেট Snapdragon 898 দেওয়া হতে পারে। যদিও CMIIT অথরিটি থেকে এরকম কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পূর্ববর্তী রিপোর্টের উপর ভিত্তি করে এমনটা মনে করা হচ্ছে। CMIIT-এর অ্যাপ্রুভালের অর্থ চলতি বছর শেষ হওয়ার আগেই স্মার্টফোনটি চীনে আত্মপ্রকাশ করবে।

আগেই বলেছি, CMIIT-এর Vivo V2102A-এর লিস্টিং থেকে ফোনটি সম্পর্কে তেমন গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসেনি। শুধুমাত্র জানা গিয়েছে যে এটি ৫জি সাপোর্ট করবে। তবে এই মাসের শুরুতে Vivo V2102A ডিভাইসটি Geekbench বেঞ্চমার্কিং সাইটে দেখা গিয়েছিল। Geekbench-এর লিস্টিং অনুসারে, এটি Qualcomm-এর “taro” কোডনামের (Snapdragon 898 এর কোডনেম বলে অনুমান) এক প্রসেসর দ্বারা চালিত, যার সাথে রয়েছে Adreno 730 গ্রাফিক্স।

তথ্যপ্রমাণগুলি ইঙ্গিত করে যে Vivo V2102A স্মার্টফোনে Snapdragon 888-এর পরবর্তী প্রজন্মের চিপসেট Snapdragon 898 (অফিসিয়াল নাম নয়) দেওয়া হয়েছে। Geekbench-এর লিস্টিং আরও প্রকাশ করেছে, ৮ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ ওএসে রয়েছে এই হ্যান্ডসেটে।

প্রসঙ্গত, Snapdragon 898 চিপসেটের এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়নি। ৩০ নভেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলা Qualcomm-এর Snapdragon Tech Summit ইভেন্টে ফ্ল্যাগশিপ প্রসেসরটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে Mi 11-এর সাথে Snapdragon 888 প্রসেসরের প্রথম স্মার্টফোনে আনার কৃতিত্ব নিয়েছিল শাওমি। শুধু গত বছর বলে কথা নয়, বিগত কয়েক বছর ধরে Qualcomm-এর নয়া ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে ফোন লঞ্চ করেছে তারা। তবে এ বছর তার ব্যতীক্রম হতে পারে। V2102A-এর হাত ধরে Snapdragon 888 প্রসেসরের প্রথম স্মার্টফোনে বাজারে আনার কৃতিত্ব পেতে পারে ভিভো। যদিও V2102A-র চূড়ান্ত মার্কেটিং নাম কি হবে, তা অজানা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন