ফ্ল্যাগশিপ রেঞ্জে দুর্দান্ত ফিচারের সাথে লঞ্চ হল Huawei Mate 40E 5G

Mate 40 সিরিজের পঞ্চম মডেল হিসেবে হুয়াওয়ে (Huawei) তার ঘরেলু মার্কেটে Mate 40E 5G স্মার্টফোন লঞ্চ করেছে। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে চাইনিজ কোম্পানিটি Mate 40, Mate 40 Pro, Mate 40 Pro+, ও Mate 40 RS Porsche Design ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছিল। Mate 40E 5G-র বিশেষ ফিচারের কথা বললে ফোনটিতে পাবেন ৯০ হার্টজ ডিসপ্লে, কিরিন ৯০০ই প্রসেসর, ও ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা।

Huawei Mate 40E 5G স্পেসিফিকেশন ও ফিচার

হুয়াওয়ে মেট ৪০ই ৫জি কার্ভড এজযুক্ত ও পাঞ্চ হোল ডিজাইনের ৬.৫ ইঞ্চি OLED ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি ১০৮০x২৩৭৬ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। চিপসেট হিসেবে ফোনে রয়েছে কিরিন ৯০০ই। সঙ্গে আছে ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনটি চলবে ইএমইউআই (EMUI) ১১ ভিত্তিক অ্যান্ড্রয়েড ১০ ওএসে।

ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। ক্যামেরা মডিউলে আছে এফ/১.৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স + OIS সাপোর্ট ও ৩x অপটিক্যাল জুম সাপোর্ট সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Huawei Mate 40E 5G ফোনে ৪,২০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং, ৪০ ওয়াট ওয়্যারলেস চার্জিং, ও ৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। সিকিওরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি ফেস আনলক ফিচারের সুবিধা আছে।

Huawei Mate 40E 5G দাম

ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। Huawei Mate 40E 5G-র ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪,৫৯৯ ইউয়ান (৫১,৫১৬ টাকা) এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫,০৯৯ ইউয়ান (৫৭,১১৭ টাকা)।  ফোনটি ব্রাইট ব্ল্যাক, গ্লেজ হোয়াইট, ও সিক্রেট সিলভার কালার অপশনে পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন