Vivo Pad 3: ভিভোর নয়া ট্যাবে ল্যাপটপের মতো বড় ডিসপ্লে! আছে 66W ফাস্ট চার্জিং সাপোর্ট

ভিভো (Vivo) যেমন একাধারে তাদের বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে, তেমনই তাদের নতুন ট্যাবলেট, Vivo Pad 3 বাজারে আনার জন্যও কাজ করছে। লঞ্চের পথ প্রশস্ত করার জন্য, এই ট্যাবটি এখন চীনের 3C (CCC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা ইঙ্গিত করে, ট্যাবলেটটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। আর কি কি তথ্য উঠে এসেছে এই সার্টিফিকেশন থেকে, আসুন জেনে নেওয়া যাক।

Vivo Pad 3 ট্যাবকে দেখা গেল 3C-এর ডেটাবেসে

PA2473 মডেল নম্বর সহ ভিভো প্যাড ৩ চায়না কম্পালসারি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিং অনুযায়ী, ট্যাবলেটটি ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। তবে, এটি কোনও সিম সাপোর্ট উল্লেখ করেনি। সাধারণত, এই বৈশিষ্ট্যটি ৩সি সার্টিফিকেশন তালিকায় অন্তর্ভুক্ত থাকে। ফলে, সেটির অনুপস্থিতি ইঙ্গিত করে যে ট্যাবটি শুধুমাত্র ওয়াই-ফাই অপশনে উপলব্ধ হতে পারে।

এই মুহূর্তে, ভিভো প্যাড ৩ সম্পর্কে খুব সীমিত তথ্যই সামনে এসেছে৷ প্রাথমিক রিপোর্টগুলি থেকে অনুমান করা হচ্ছে যে, ট্যাবলেটটি ৩কে রেজোলিউশনের সাথে ১৩ ইঞ্চির বড় এলসিডি ডিসপ্লে অফার করবে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসরে চলবে। এগুলি নির্দেশ করে যে ভিভোর পরবর্তী ট্যাবটি ফ্ল্যাগশিপ মডেল হতে চলেছে। এগুলি ছাড়া, বাদবাকি স্পেসিফিকেশন আপাতত অজানাই রয়েছে।

তবে লক্ষণীয় যে, Vivo Pad 3 একমাত্র ট্যাবলেট নয়, যার ওপর ভিভো বর্তমানে কাজ করছে। কোম্পানির আইকো (iQOO)-সাব-ব্র্যান্ডের অধীনেও একটি নতুন ট্যাবলেট লঞ্চ হওয়ার কথা রয়েছে। ডিভাইসটি সম্ভবত iQOO Pad Air নামে বাজারে আসবে এবং একেও সম্প্রতি ৪৪ ওয়াট চার্জিং সাপোর্ট সহ 3C সার্টিফিকেশন ডেটাবেসে দেখা গেছে।

শোনা যাচ্ছে যে, ভিভো মার্চে X Fold 3 এবং X Fold 3 Pro এবং Vivo X100s ফোনের সঙ্গে Pad 3 বাজারে আনবে। উল্লেখ্য, এর মধ্যে Vivo X Fold 3 চীনের রেডিও সার্টিফিকেশন প্ল্যাটফর্ম থেকে অনুমোদন লাভ করেছে। অদূর ভবিষ্যতে Vivo Pad 3 এবং এর সাথে লঞ্চ হতে চলা অন্যান্য ডিভাইসগুলির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।