মাত্র ২১ হাজার টাকায় 5G ফিচারযুক্ত iPhone কেনার সুযোগ, তাড়াতাড়ি তুলুন অফারের ফায়দা

আপনি এই মুহূর্তে iPhone কেনার পরিকল্পনায় দৃঢ় সংকল্প? হাতে আধ খাওয়া আপেলের লোগোযুক্ত স্মার্টফোন পেতে আপনি পাগল, অথচ ইচ্ছে আছে খরচ বাঁচানোর? তাহলে চিন্তার কারণ নেই, কারণ এখন খুব সহজেই আপনার সেই আশা পূরণ করবে Flipkart। আসলে বর্তমানে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে ‘EMI Days’ সেল চলছে। আর এই সেলের দরুন তারা iPhone 12 mini মডেলটি মাত্র ২১,০০০ টাকায় মানে একটি মিড রেঞ্জার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দামে কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে ক্রেতারা ফ্ল্যাট ডিসকাউন্টের সাথে ব্যাঙ্ক অফার, এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআইয়ের মত ফায়দামন্দ্ স্কিম কাজে লাগাতে পারবেন। তবে সেল শেষ হচ্ছে আজ রাতেই, তাই সস্তায় iPhone কিনতে চাইলে আপনাকে তাড়াহুড়োর মধ্যে কাজ সারতে হবে। যাইহোক আসুন, এখন Flipkart EMI Days সেলে iPhone 12 mini ফোনে উপলব্ধ অফার সম্পর্কে বিশদে জেনে নিই।

ব্যাপক সস্তায় iPhone 12 mini কেনার সুযোগ দিচ্ছে Flipkart

অ্যাপল আইফোন ১২ মিনির ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ৫৯,৯০০ টাকা। তবে ফ্লিপকার্ট তার ইএমআই ডেজ সেলের দরুন এই আইফোন মডেলটি ৪১,৯৯৯ টাকায় বিক্রির জন্য তালিকাভুক্ত করেছে। অর্থাৎ আইফোন ১২ মিনিতে প্রায় ১৭,০০০ টাকার কাছাকাছি ছাড় দিচ্ছে সংস্থাটি। এক্ষেত্রে ক্রেতারা ইন্দাসল্যান্ড (IndusInd) ব্যাঙ্ক, এইচএসবিসি (HSBC) ব্যাঙ্ক, অ্যাক্সিস (Axix) ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড (OneCard)-এর ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন।

এখানেই শেষ নয়, আইফোন ১২ মিনির প্রতিটি স্টোরেজ ভ্যারিয়েন্টে ২০,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে ফ্লিপকার্ট। ফলে আলোচ্য স্টোরেজ অপশনটি কেনার সময় সমস্ত অফার কাজে লাগানো গেলে, সর্বমোট ২০,৯৯৯ টাকার মত খরচ পড়বে। তবে একসাথে পুরো দাম মেটাতে না চাইলে ব্যবহার করা যাবে মাসিক কিস্তি বা ইএমআই স্কিমগুলিও।

iPhone 12 mini-এর স্পেসিফিকেশন

আইফোন ১২ মিনি মডেলে আছে ৫.৪ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর (XDR) ডিসপ্লে। ফোনটি সংস্থার নিজস্ব এ১৪ (A14) বায়োনিক প্রসেসর দ্বারা চালিত হয়। অন্যদিকে এটি ১২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বহন করে। ক্রেতারা এতে ৫জি (5G) কানেক্টিভিটির অপশনও পাবেন। উল্লেখ্য, এই আইফোনটি ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার তথা আইপি৬৮ (IP68) রেটিং বিশিষ্ট।