১২ জিবি র‌্যামের সাথে প্রিমিয়াম ফিচার, Realme 10 Pro+ 5G মিড রেঞ্জে দেবে অনেক কিছু

জনপ্রিয় টেক ব্র্যান্ড রিয়েলমি (Realme) তাদের আসন্ন Realme 10 সিরিজটি খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে। এই লাইনআপের ডিভাইসগুলি সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্যও অনলাইনে ফাঁস হয়েছে। রিয়েলমি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে যে, তাদের নতুন Realme 10 সিরিজের স্মার্টফোনগুলি আগামী মাসে অর্থাৎ নভেম্বরে লঞ্চ হবে। ব্র্যান্ডটি এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি। তবে শোনা যাচ্ছে যে, এগুলি আগামী ৫ নভেম্বর বাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন আসন্ন লঞ্চের আগে, সিরিজের উচ্চতর মডেল Realme 10 Pro+ 5G-কে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন ডেটাবেসে খুঁজে পাওয়া গেছে, যা নিশ্চিত করেছে যে সিরিজটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশে আত্মপ্রকাশ করবে।

Realme 10 Pro+ 5G পেল SIRIM-এর অনুমোদন

সুপরিচিত টিপস্টার মুকুল শর্মা RMX3686 মডেল নম্বর সহ নতুন রিয়েলমি ১০ প্রো প্লাস মডেলটিকে মালয়েশিয়ার এসআইআরআইএম (SIRIM) সার্টিফিকেশন সাইটে স্পট করেছেন। যদিও, এই তালিকাটি স্মার্টফোনের কোনও স্পেসিফিকেশন সম্পর্কিত বিবরণ প্রকাশ করেনি। তবে, বিভিন্ন রিপোর্টের মাধ্যমে রিয়েলমি ১০ সিরিজটির সম্পর্কে ইতিমধ্যেই একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Realme 10 Pro+ 5G Expected Specifications

রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে। এটি ৮ জিবি / ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি /২৫৬ জিবি স্টোরেজ অপশনগুলির সাথে পাওয়া যাবে। এতে ব্যবহার করা হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ চিপসেট।

ফটোগ্রাফির জন্য, Realme 10 Pro+ 5G-এ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। সম্ভবত এটি বর্তমান Realme 9 Pro+ মডেলে থাকা সনি আইএমএক্স৭৬৬ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, 10 Pro+ 5G ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে ৫জি সংযোগ থাকবে এবং হাইপারস্পেস, ডার্ক ম্যাটার এবং নেবুলা- এই কালার অপশনগুলিতে পাওয়া যাবে।

রিয়েলমি ১০ ৪জি- এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Realme 10 4G Expected Specifications

Realme 10 4G-তে একটি পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৪ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। স্ক্রিনটি ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। এখনও পর্যন্ত, এটি শুধুমাত্র ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনে আসবে বলে জানা গেছে। সবশেষে, পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme 10 4G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।