চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল Redmi Note 9S, জানুন দাম ও ফিচার

কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল শাওমির নতুন ফোন Redmi Note 9S । এই ফোনটি ভারতে কয়েকদিন আগে লঞ্চ হওয়া রেডমি নোট ৯ প্রো এর নতুন ভার্সন। Redmi Note 9S এর বিশেষত্বের কথা বললে এই ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও আছে সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশন। আসুন রেডমি নোট ৯ এস সম্পর্কে বিস্তারিত জানি।

Redmi Note 9S দাম :

রেডমি নোট ৯ এস এর দাম আরএম ৭৯৯, অর্থাৎ প্রায় ১৩,৭০০ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। এছাড়াও ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম আরএম ৮৯৯, যা প্রায় ১৫,০০০ টাকার সমান। এই ফোনটি কে আপাতত মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছে। এই মাসেই এর বিক্রি শুরু হবে বলে জানানো হয়েছে।

Redmi Note 9S স্পেসিফিকেশন, ফিচার :

রেডমি নোট ৯ এস ফোনে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ১০৮০ x ২৪০০ পিক্সেল। ডিসপ্লেতে এইচডিআর ১০ সাপোর্ট দেওয়া হয়েছে। ডুয়েল সিমের সাথে এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এমআইইউআই ১১ অপারেটিং সিস্টেম রয়েছে। এই ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর, যেটি ৮ এনএম প্রসেসের উপর তৈরী করা হয়েছে। এছাড়াও আছে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ।

Redmi Note 9S ক্যামেরা :

এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রধান ক্যামেরা এফ/১.৭৯ অ্যাপারচারের সাথে ৪৮ মেগাপিক্সেল। এছাড়াও অন্য ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এই ফোনের সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

Redmi Note 9S ব্যাটারি ও কানেক্টিভিটি :

এই ফোনে ৫,০২০ এমএএইচ ব্যাটারি দিয়েছে কোম্পানি। যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফাস্ট চার্জার ফোনের বক্সেই পাওয়া যাবে। এই ফোনের পাওয়ার বাটনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। কানেক্টিভিটির জন্য এই ফোনে পাবেন 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, ৩.৫ এমএম হেডফোন জ্যাকের মতো বিভিন্ন ফিচার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *