iQOO 7 Legend ও iQOO 7 ভারতে লঞ্চ হচ্ছে ২৬ এপ্রিল, পাওয়া যাবে Amazon থেকে

ভিভো-র সাব ব্র্যান্ড আইকো চলতি মাসেই ভারতে iQOO 7 সিরিজ লঞ্চ করবে বলে কয়েক সপ্তাহ আগে জানিয়েছিল। এই সিরিজে দুটি ফোন থাকবে iQOO 7 ও iQOO 7 Legend। আজ কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে, দুটি ফোনই ই-কমার্স সাইট Amazon থেকে পাওয়া যাবে। শুধু তাই নয়, একটি টুইট করে iQOO 7 সিরিজের লঞ্চ ডেটও সামনে এনেছে চিনা কোম্পানিটি। আগামী ২৬ এপ্রিল এই সিরিজ ভারতে লঞ্চ হতে পারে।

iQOO 7 সিরিজ ২৬ এপ্রিল ভারতে লঞ্চ হতে পারে

আজ সকালেই আইকো নিশ্চিত করে যে, তাদের আসন্ন সিরিজ Amazon থেকে পাওয়া যাবে। যদিও ফোনটির লঞ্চ ডেট তখন জানা যায়নি। এর কিছুক্ষণ পরে একটি টুইটের মাধ্যমে iQOO 7 সিরিজের লঞ্চের তারিখ সামনে আনা হয়। জানা যায় আগামী ২৬ এপ্রিল এই সিরিজ ভারতে পা রাখবে। যদিও পরক্ষনেই টুইটটিকে ডিলিট করে দেওয়া হয়। যদিও তার আগেই আমরা ওই টুইটের স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।

iQOO 7 সিরিজের দাম

কয়েক সপ্তাহ আগে একটি টুইট করে আইকো জানিয়েছিল, তাদের আসন্ন সিরিজের দাম শুরু হবে ৩_৯৯০ টাকা থেকে।সেক্ষেত্রে আইকো ৭ ভারতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর এর সবচেয়ে সস্তা সিরিজ হিসেবে আসবে। এর আগে আমরা কোয়ালকমের এই লেটেস্ট প্রসেসর সহ ভারতে যে ক’টি স্মার্টফোন লঞ্চ হতে দেখেছি, তাদের দাম ৫০,০০০ টাকার কাছাকাছি রাখা হয়েছে।

iQOO-7-Launch-Date-April-26th

জানিয়ে রাখি iQOO 7 Legend কে ডিজাইন করার জন্য কোম্পানি BMW M Motorsport এর সাথে হাত মিলিয়েছিল। ডিজাইন ব্যতীত দুটি ফোনের স্পেসিফিকেশনে কোন পার্থক্য নেই। এতে পাওয়া যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬২ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে, ৪,০০০ এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড ১১ বেসড অরিজিনওএস কাস্টম স্কিন।

ক্যামেরার কথা বললে, দুটি ফোনের সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ ১৩ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল লেন্স + ১৩ মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর যুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন