Micromax IN 2C আসছে বাজেট রেঞ্জে, Unisoc প্রসেসর সহ থাকবে ৪ জিবি র‌্যাম

Micromax শীঘ্রই ভারতে আরও একটি স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনটি Micromax IN 2C নামে বাজারে আসবে। সম্প্রতি এই ফোনটিকে বেঞ্চমার্ক সাইট, Geekbench-এ দেখা গেছে। এখান থেকে মাইক্রোম্যাক্স ইন ২সি এর প্রসেসর সহ অপারেটিং সিস্টেম সামনে এসেছে। উল্লেখ্য, গত বছর ভারতীয় স্মার্টফোন মার্কেটে প্রত্যাবর্তন করার পর, Micromax এখনো পর্যন্ত তিনটি ফোন লঞ্চ করেছে- Micromax IN Note 1, IN 1b এবং IN 1। এই তিনটে ফোনই বাজেট রেঞ্জে বাজারে পা রেখেছে, ফলে Micromax IN 2C একই রেঞ্জে লঞ্চ হবে বলে আমাদের অনুমান।

Micromax IN 2C স্মার্টফোনকে দেখা গেল Geekbench-এ

Micromax_IN_2C_Geekbench

গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনটি Unisoc T-610 প্রসেসর সহ আসবে। এই প্রসেসরে আছে দুটি ১.৮ গিগাহার্টজ কর্টেক্স এ৭৫ সিপিইউ কোর এবং ছটি ১.৬ গিগাহার্টজ কর্টেক্স এ৫৫ কোর। সাথে রয়েছে মালি জি৫২ জিপিইউ। ফলে মাইক্রোম্যাক্স ইন ২সি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে বলেই মনে হচ্ছে।

আবার বেঞ্চমার্ক প্ল্যাটফর্মটিতে Micromax IN 2C ফোনকে ৪ জিবি র‌্যাম সহ অন্তর্ভুক্ত থাকতে দেখা গেছে। যদিও আমাদের বিশ্বাস লঞ্চের সময় এর আরো কয়েকটি র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এখানে Micromax IN 2C সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ৩৪৭ ও ১১২৭ স্কোর করেছে।

যদিও এছাড়া মাইক্রোম্যাক্স ইন ২সি ফোনের ডিসপ্লে, ক্যামেরা বা ব্যাটারি সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। তবে আশা করা যায় শীঘ্রই এই ফোনকে কয়েকটি সার্টিফিকেশন সাইটে দেখা যাবে এবং সেখান থেকে এর বাকি তথ্য জানা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন