iVoomi Energy বৈদ্যুতিক স্কুটারের কারখানা খুলবে এ দেশে, 200 কোটি লগ্নি, 2000 কর্মসংস্থান

ভারতে সকল প্রকার বৈদ্যুতিক যানবাহনের চাহিদা বাড়ছে। আর সে কারণেই জোগান দিতে বাড়াতে হচ্ছে উৎপাদন। বস্তুত মোটা অঙ্কের অর্থ‌‌‌ লগ্নি করে দেশের বিভিন্ন সংস্থা নতুন কারখানা নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করছে। তেমনই মহারাষ্ট্রের ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড আইভূমি এনার্জি (iVOOMi Energy) পুণেতে তাদের নতুন কারখানা তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করল। এজন্য সংস্থাটি ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে। সব কুশল চললে ২০২৩-এর মার্চ থেকে আইভুমি তাদের নতুন কারখানায় উৎপাদন আরম্ভ করবে।

পুণের কারখানা চালু হলে সংস্থার ইলেকট্রিক স্কুটার উৎপাদন ক্ষমতা বছরে ৬০,০০০ ইউনিট বৃদ্ধি পাবে। ফলে বর্তমানে বার্ষিক ১.৮ লাখ থেকে স্কুটারের উৎপাদনের বেড়ে দাঁড়াবে ২.৪০ লাখ ইউনিটে। আইভূমি জানিয়েছে তাদের নতুন কারখানায় দু’হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে। নতুন উৎপাদন কেন্দ্রের প্রসঙ্গে সংস্থার সহ প্রতিষ্ঠাতা অশ্বিন ভান্ডারি বলেন, “আমরা অনুভব করি যে বৈদ্যুতিক গাড়ির উন্নয়ন এবং উদ্ভাবনের একটি বড় সুযোগ রয়েছে। iVOOMi Energy ক্রমাগত একটি নতুন দৃষ্টান্ত তৈরির জন্য কাজ করে চলেছে।”

অশ্বিন যোগ করেন, “আমরা গবেষণা এবং উন্নয়নের ক্ষেত্রে আরও বেশি জোর দিচ্ছি, যাতে ব্যবসার প্রসার ঘটিয়ে চলতি অর্থবর্ষের শেষের আগে উল্লেখযোগ্য উন্নতিসাধন করা যায়।” প্রসঙ্গত, মহারাষ্ট্রের পুণেতে সংস্থার ইতিমধ্যেই একটি গবেষণা কেন্দ্র রয়েছে। আবার সংস্থার আহমেদনগর, পুণে এবং নয়ডার কারখানা থেকে সম্মিলিতভাবে প্রত্যহ ৫০০টি ইলেকট্রিক স্কুটার উৎপাদন হয়।

এখন City, City – 1, Jeet, Jeet Pro এবং S1 মডেলের ব্যাটারিচালিত স্কুটার এদেশের বাজারে বিক্রি করে আইভূমি। আবার শীঘ্রই তারা il ও Jeet X নামে দুই ই-স্কুটার লঞ্চ করতে চলেছে। Jeet ও Jeet Pro স্কুটার বদলযোগ্য ব্যাটারি প্যাক সহ এসেছে। এতে উপস্থিত যথাক্রমে ১.৫ কিলোওয়াট এবং ২ কিলোওয়াট মোটর। সংস্থার দাবি তারা নিজেরাই লিথিয়াম আয়ন ব্যাটারির ডিজাইন ও নির্মাণ করে। বর্তমানে ব্যাটারির পারফরম্যান্স ও স্কুটারের উৎপাদন বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে তারা।