Oppo তাদের দু’বছরের পুরনো স্মার্টফোন Android 12 ও ColorOS 12 বিটা আপডেটের অ্যাক্সেস দিল

ওপ্পো খুব সম্প্রতি একাধিক দেশের বাজারে বিক্রিত তাদের বিভিন্ন স্মার্টফোনের জন্য Android 12 নির্ভর লেটেস্ট বিটা আপডেট প্রোগ্রাম শুরু করেছিল৷ এবার সেই উদ্যোগের অধীনে দু’টি নতুন হ্যান্ডসেটকে যুক্ত করল তারা৷ যারা হল, Oppo Reno 4 এবং Oppo Reno 4 Pro৷

ওপ্পো কমিউনিটির অফিসিয়াল পোস্ট অনুযায়ী, Oppo Reno 4 ব্যবহারকারীদের জন্য ইন্দোনিশেয়ায় এবং Oppo Reno 4 Pro-এর ক্ষেত্রে ইন্দোনিশেয়া ও ভারতে ColorOS12 বিটা প্রোগ্রাম লাইভ করা হয়েছে৷ প্রতিটি দেশে ৫,০০০ জন বিটা টেস্টার নিয়োগ করছে ওপ্পো৷ রেজিস্ট্রেশন ২৩ ফেব্রুয়ারি চালু হয়েছে এবং মার্চের ২ তারিখ পর্যন্ত চলবে৷

ভারতে Oppo Reno 4 Pro ব্যবহারকারীদের C42, C43 ফার্মওয়্যার ভার্সন থাকতে হবে৷ একমাত্র শর্ত এটাই৷ ইচ্ছুকদের সেটিংস> সফটওয়্যার আপডেট > গিয়ার আইকন> এপ্লাই ফর বিটা ভার্সন> আপডেট বিটা ভার্সন এবং তারপর স্ক্রিনে আসা নির্দেশগুশি অনুসরণ করে নথিভুক্ত করতে হবে৷

ওপ্পো জানিয়েছে, নির্বাচিতরা তিন দিনের মাথায় ওটিএ মাধ্যমে আপডেট পেয়ে যাবে৷ Android 12 নির্ভর ColorOS 12 স্টেবেল ভার্সনের আপডেট আর দু’তিন মাসের রোলআউট করা হবে বলে আশা করা যায়৷