Apple AirTag: চুরি যাওয়া বাইক নিমেষেই খুঁজে দিয়ে হিরো অ্যাপল এয়ারট্যাগ, কিনবেন নাকি?

Apple-এর ডিভাইসগুলির বীরগাথা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি। কীভাবে ডিভাইসগুলি একাধিকবার জীবনরক্ষাকারী হিসেবে প্রমাণিত হয়েছে, বা কয়েক মাস ধরে জলের নীচে থাকার পরেও সেগুলিকে সক্রিয় অবস্থায় উদ্ধার করা গেছে – এই ধরনের নানা ঘটনা হামেশাই খবরের শিরোনামে থাকে। তবে এবার একটি Apple ডিভাইস, ওয়াশিংটনের এক বাসিন্দা ব্র্যান্ডনকে তার চুরি যাওয়া মোটরবাইকটি খুঁজে পেতে সাহায্য করল। আসুন ঘটনাটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Apple Insider-এর রিপোর্ট অনুযায়ী, ব্র্যান্ডন এর আগেও বেশ কয়েকবার তার বাইক হারিয়েছেন। তাই যখন Apple AirTag লঞ্চের কথা ঘোষণা করা হয়, তিনি তড়িঘড়ি সেটি কিনে তার বাইকের সঙ্গে অ্যাটাচ করে দেন। দিন দুয়েক আগে, তিনি আবার দুর্ঘটনাক্রমে তার মোটরসাইকেলটি হারান। ব্র্যান্ডন তার মোটরসাইকেলটি একটি পার্কিং লটে পার্ক করেছিলেন, যা তিনি প্রায়শই করেন। কিন্তু মঙ্গলবার যখন তিনি লটে ফিরে যান, তখন তিনি বাইকটিকে সেখানে দেখতে পাননি। তিনি চারপাশে তন্ন তন্ন করে খুঁজলেও কোনো লাভ হয়নি।

কিন্তু অন্যান্যবারের তুলনায় এবার ব্র্যান্ডনের বাইক হারানোর ঘটনাটি একটু অন্যরকম ছিল, কারণ এবার বাইকটির সাথে একটি AirTag অ্যাটাচ করা ছিল। তাই তিনি শীঘ্রই তার iPhone-এ Find My অ্যাপ্লিকেশনটি ওপেন করেন এবং সেখানে দেখতে পান যে, তার মোটরসাইকেলটি পার্কিং লট থেকে মাত্র কয়েকটি ব্লক দূরে রয়েছে। তিনি শীঘ্রই অ্যাপটি দ্বারা প্রদর্শিত জায়গায় যান এবং গিয়ে দেখতে পান যে, চোরেরা সেখানে তার বাইকটি ফেলে রেখে চম্পট দিয়েছে।

তৎক্ষণাৎ ব্র্যান্ডন পুলিশকে পুরো ঘটনাটি জানান, একটি স্টেটমেন্ট ফাইল করেন, এবং তারপর তার বাইকটি বাড়িতে নিয়ে যান। ব্র্যান্ডন Apple Insider-কে জানিয়েছেন যে, চোরেদের তার বাইকটি ফেলে রেখে পালিয়ে যাওয়ার মূল কারণ হল, তারা সম্ভবত AirTag থেকে নোটিফিকেশন পেয়েছিল যে একটা ট্র্যাকার তাদের ফলো করছে। তাই ধরা পড়ার ভয়ে বাইকটি ফেলে রেখে পালিয়ে যাওয়াই তারা শ্রেয় বলে মনে করেছে। এই ঘটনার সাথে সাথে Apple-এর ডিভাইসগুলির বীরগাথার পোর্টফোলিওতে আরও একটি দুর্দান্ত ঘটনা যুক্ত হল।

প্রসঙ্গত জানিয়ে রাখি, Apple গত বছর তার স্প্রিং-লোডেড (Spring-loaded) ইভেন্টের সময় iPhone 12 মডেলের সাথে AirTag লঞ্চের কথা ঘোষণা করেছিল। ভারতে AirTag-এর একটি প্যাক ৩১৯০ টাকায় বিক্রি হয়, তবে যদি আপনি চারটির একটি প্যাক কেনেন, সেক্ষেত্রে কিছুটা ছাড় পাওয়া যাবে এবং দাম পড়বে ১০,৯০০ টাকা। iPhone SE, iPhone 6s বা তার পরের মডেল, iOS 14.5 বা তার পরের ভার্সনে চালিত iPod touch (৭ম প্রজন্ম) ও সেইসাথে iPad Pro, iPad (৫ম প্রজন্ম বা তার পরের মডেল), iPad Air 2 বা তার পরবর্তী মডেল, এবং iPadOS 14.5 বা তার পরের ভার্সনে চালিত iPad mini 4 বা তার পরবর্তী মডেলের সঙ্গে AirTag ব্যবহার করা যাবে। চাবি, ব্যাগ, হ্যান্ডব্যাগ সহ আরও একাধিক পার্সোনাল আইটেমের ট্র্যাক রাখার জন্য এটি একটি নিখুঁত এবং আদর্শ ডিভাইস। এমনকি আপনি এটি আপনার কুকুরের কলারেও অ্যাটাচ করতে পারেন এবং এইভাবে আপনি যে কোনো সময়ে, যে কোনো অবস্থাতেই কুকুরের গতিবিধি ট্র্যাক করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন