সস্তা ফোন কিনতে চাইলে অপেক্ষা করে যান, Samsung Galaxy M04, Galaxy A04e শীঘ্রই বাজারে আসছে

দক্ষিণ কোরিয়া-ভিত্তিক জনপ্রিয় ইলেকট্রনিক্স প্রস্তুতকারক স্যামসাং কয়েক সপ্তাহ আগেই তাদের A-সিরিজের অধীনে সাশ্রয়ী মূল্যে Samsung Galaxy A04 এবং Galaxy A04s স্মার্টফোন দুটি লঞ্চ করেছে। বর্তমানে ব্র্যান্ডটি A-সিরিজের আরও একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা Samsung Galaxy A04e নামে বাজারে আসবে। আর এখন, এই আসন্ন গ্যালাক্সি স্মার্টফোনটিকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটে খুঁজে পাওয়া গেছে। Galaxy A04e-এর পাশাপাশি, আসন্ন Samsung Galaxy M04-ও ব্লুটুথ এসআইজি-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে৷ প্রসঙ্গত, গত সপ্তাহে থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) এবং ইন্দোনেশিয়া টেলিকম ডেটাবেসে Galaxy A04e-কে দেখা গিয়েছিল। একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিতি, ডিভাইসটির দ্রুত লঞ্চের দিকেই ইঙ্গিত করেছে৷ চলুন সাম্প্রতিক সার্টিফিকেশন থেকে নয়া স্যামসাং ফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Samsung Galaxy A04e-কে দেখা গেল Bluetooth SIG-এর ওয়েবসাইটে

মাইস্মার্টপ্রাইস-এর সাম্প্রতিক রিপোর্টে অনুযায়ী, SM-A042F, SM042F_DS, SM-A042M এবং SM-A042M_DS মডেল নম্বর সহ স্যামসাং গ্যালাক্সি এ০৪ই ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে৷ মনে করা হচ্ছে, গ্যালাক্সি এ০৪ই-কে স্যামসাং গ্যালাক্সি এম০৪ হিসেবে রিব্র্যান্ড করা হবে, কারণ এম০৪-কে SM-M045F_DS মডেল নম্বর সহ গ্যালাক্সি এ০৪ই-এর পাশাপাশি গিকবেঞ্চে তালিকাভুক্ত করা হয়েছে। সাইটের লিস্টিংটি প্রকাশ করেছে যে, কানেক্টিভিটির জন্য এই ডিভাইসগুলি ব্লুটুথ ৫.০-এর ওপর নির্ভর করবে।

প্রসঙ্গত, SM-A042F মডেল নম্বর সহ গ্যালাক্সি এ০৪ই-কে গত আগস্ট মাসে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এর ডেটাবেসে খুঁজে পাওয়া গিয়েছিল। বেঞ্চমার্ক তালিকাটি প্রকাশ করে যে, এই নতুন এ-সিরিজের স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে এবং ৩ জিবি র‍্যামের সাথে যুক্ত থাকবে। তবে, স্যামসাং এটিকে উচ্চতর মেমরি ভ্যারিয়েন্টেও লঞ্চ করবে বলে আশা করা যায়। গিকবেঞ্চের তালিকা অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এ০৪ই অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ইউজার ইন্টারফেসে চলবে।

এছাড়াও, SM-M045F মডেল নম্বর সহ Samsung Galaxy M04-কে গিকবেঞ্চ ৪ (Geekbench 4) বেঞ্চমার্ক ডেটাবেসে দেখা গেছে। এর তালিকা অনুসারে, এই ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর এবং ৩ জিবি র‍্যাম দ্বারা চালিত হবে। এটি ইঙ্গিত করে যে, Samsung Galaxy M04 মডেলটি সম্ভবত Galaxy A04e-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।