আইফোনের ইতিহাসে প্রথমবার, Apple iPhone 15 সিরিজ আসছে 35W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ

iPhone 14 Pro ও iPhone 14 যথাক্রমে ২৭ ওয়াট এবং ২০ ওয়াট চার্জিং প্রযুক্তি সহ এসেছিল

iPhone 15 সিরিজ আগামী মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আর এবারের আইফোন লাইনআপ ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এতে থাকা চার্জিং পোর্ট নিয়ে। Apple আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও রিপোর্ট অনুযায়ী, iPhone 15 সিরিজে টাইপ-সি পোর্ট দেওয়া হবে। Apple এর ইতিহাসে এই প্রথম অন্য কোম্পানির চার্জার দিয়ে iPhone চার্জ করা যাবে। এখন আবার একটি নতুন রিপোর্ট দাবি করা হয়েছে যে, iPhone 15 সিরিজ ৩৫ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হবে। ৯টু৫ম্যাক এর এই রিপোর্টে বলা হয়েছে, এই প্রথম আইফোনে এত দ্রুত চার্জিং প্রযুক্তি থাকবে। উল্লেখ্য, iPhone 14 Pro ও iPhone 14 যথাক্রমে ২৭ ওয়াট এবং ২০ ওয়াট চার্জিং প্রযুক্তি সহ এসেছিল। তবে এবার iPhone 15 সিরিজে আরও দ্রুত ৩৫ ওয়াট চার্জিং প্রযুক্তি থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন আইফোন লঞ্চের সাথে ৩০ ওয়াটের টাইপ-সি চার্জারও নিয়ে আসবে Apple। জানিয়ে রাখি, Apple এর প্রতিদ্বন্দ্বী Samsung তাদের ফ্ল্যাগশিপ ফোন Galaxy S23 Ultra-তে ৪৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দিয়েছে। সংস্থার দাবি অনুযায়ী, এই ফোনের ব্যাটারি এক ঘণ্টারও কম সময়ে ১০০% চার্জ হয়ে যাবে। এদিকে, নয়া iPhone 15 সিরিজে এবার নতুন ডিজাইন দেখা যাবে। কারণ ডায়নামিক আইল্যান্ড ফিচারটি সব মডেলের সঙ্গে পাওয়া যাবে। যেখানে আইফোন ১৪ সিরিজের কেবল প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ড ফিচার ছিল।