৪ হাজার টাকা ছাড়ে Realme GT Neo 2 থেকে Narzo 50A, দুর্দান্ত অফার নিয়ে হাজির Flipkart Big Saving Days সেল

আজ থেকে শুরু হল Flipkart Big Saving Days (ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ)। আগামী ২১ তারিখ পর্যন্ত জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্মটির এই ইয়ার এন্ডিং সেল বিভিন্ন অফারসহ লাইভ থাকবে। পাশাপাশি স্টেট ব্যাংকের কার্ডের মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত ডিসকাউন্ট মিলবে। প্রতিবারের মত এবারেও সেলে নির্বাচিত হ্যান্ডসেটের ওপর আশ্চর্যজনক অফার সরবরাহ করছে Flipkart। তবে এই প্রতিবেদনে আমরা কেবল Realme-র ফোনের ওপর উপলব্ধ অফারগুলির বিষয়ে বলবো। আসুন দেখে নিই Flipkart Big Saving Days সেলে কোন কোন Realme হ্যান্ডসেট কিনলে লাভ হবে…

Flipkart Big Saving Days সেল থেকে কিনুন এই চারটি Realme স্মার্টফোন

১. ফ্লিপকার্ট বিগ সেভিং ডেজ সেলে হাই রিফ্রেশ রেট, AMOLED ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসরযুক্ত Realme GT Neo 2 ফোনের দামের ওপর ৪,০০০ টাকা ছাড় মিলবে। এক্ষেত্রে ফোনের দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট বিক্রি হবে যথাক্রমে ২৭,৯৯৯ টাকা এবং ৩১,৯৯৯ টাকায়। তবে এরজন্য আপনাকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

২. এই মুহূর্তে বাজেট গেমিং ফোন Realme Narzo 50A ফোনের ওপর ১,০০০ টাকা ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট। ফলত ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসা এই ফোনটি প্রিপেইড ট্রানজ্যাকশনের দরুন ১১,৪৯৯ টাকার বদলে ১০,৪৯৯ টাকায় খরিদ করা যাবে।

৩. Realme 8 5G এখন ২,০০০ টাকা ছাড়ে পাওয়া যাবে। ফলে ফোনটি কিনতে ব্যয় করতে হবে ১৬,৪৯৯ টাকা। এই ফোনে পাওয়া যাবে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সিস্টেম, ৮ জিবি র‌্যাম এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধাসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

৪. Realme-র সবচেয়ে সুন্দর ফোনগুলির মধ্যে অন্যতম মডেল Realme GT Master Edition বর্তমানে ৪,০০০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে৷ এর ফলে ২৫,৯৯৯ টাকা মূল্যের এই মিড রেঞ্জের ফোনটি ২১,৯৯৯ টাকায় পাওয়া যাবে। এই ফোনে রয়েছে ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ।

Flipkart Big Saving Days-এর অন্যান্য অফার

ফ্লিপকার্টের বিগ সেভিং ডেজ সেলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)-এর ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রিপেইড পেমেন্ট বা ইএমআই ট্রানজাকশন করলে দামের ওপর ১০% অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। আর এই অতিরিক্ত ছাড়ের কারণে আপনার ফোন কেনার খরচ আরো কমবে।