পুজোয় এবার নিজের গাড়িতে ঘোরার স্বপ্নপূরণ, গ্রাহকদের জন্য 1.25 লক্ষ টাকা ছাড়ের সিদ্ধান্ত Mahindra-র

পুজোর আগে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়াতে মোক্ষম পদক্ষেপ নিল মাহিন্দ্রা (Mahindra)। সংস্থার একমাত্র ইলেকট্রিক এসইউভি XUV400 এখন ১৫ লাখ টাকার কমে কেনার ক্রেতাদের সামনে। উক্ত মডেলে সর্বোচ্চ ১.২৫ লাখ টাকা ডিসকাউন্ট দেওয়ার কথা ঘোষণা করল মাহিন্দ্রা। এ বছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল গাড়িটি। শীঘ্রই যার ফেসলিফ্ট ভার্সন আসবে বলে খবর। ফুল চার্জে গাড়িটি ৪৫৬ কিলোমিটার পর্যন্ত দৌড়তে সক্ষম (পরীক্ষিত রেঞ্জ)। বাজারে Mahindra XUV400-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Nexon EV ও MG ZS EV।

Mahindra XUV400 কিনলে মিলবে ১.২৫ লাখ টাকা ছাড়

মাহিন্দ্রা তাদের XUV400 মডেলে দ্বিতীয়বারের জন্য ব্যাপক ছাড় দেওয়ার ঘোষণা করল। যার মধ্যে রয়েছে শুধু ক্যাশ ডিসকাউন্ট। ফ্রি অ্যাক্সেসরিজের মতো অন্যান্য কোন বেনিফিট এতে অফার করছে না মাহিন্দ্রা। চলতি মাসের শেষ পর্যন্ত XUV400-এ ডিসকাউন্ট অফার চালু থাকবে। তবে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল বিহীন ভ্যারিয়েন্টগুলিতেই এই কেবলমাত্র এই সুবিধা মিলবে বলে জানিয়েছে কোম্পানি।

Mahindra XUV400 দুই ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যায় – EC ও EL। EC-তে উপস্থিত একটি ৩৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে ৩৭৫ কিলোমিটার রেঞ্জ মেলে। আবার EL ভ্যারিয়েন্টে উৎস হিসাবে রয়েছে ৩৯.৪ কিলোওয়াট ব্যাটারি। ফুল চার্জে এটি ৪৫৬ কিলোমিটার পথ ছোটার প্রতিশ্রুতি দেয়। উভয় ভ্যারিয়েন্ট ৭.২ কিলোওয়াট এসি চার্জার অফার করা হয়। আবার এন্ট্রি লেভেল মডেলে উপলব্ধ রয়েছে একটি ৩.৩ কিলোওয়াট চার্জার।

Mahindra XUV400 শক্তি সঞ্চারিত করতে রয়েছে একটি ফ্রন্ট অ্যাক্সেল ইলেকট্রিক মোটর। যা থেকে সর্বোচ্চ ১৪৮ বিএইচপি শক্তি এবং ৩১০ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি ০-১০০ কিমি/ঘন্টার গতি মাত্র ৮.৩ সেকেন্ডে তোলে। ফিচারের তালিকায় রয়েছে AdrenoX UX যুক্ত একটি ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, কানেক্টেড কার টেকনোলজি, অ্যাপেল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো কানেক্টিভিটি।