ল্যাপটপের ফিচার এবার আইফোনে, Apple iPhone 15 এই দারুণ সুবিধা দেবে আপনাকে

অপেক্ষার অবসান ঘটিয়ে পরশুদিন প্রকাশ্যে এসেছে Appe iPhone 15 সিরিজ। ইউএসবি টাইপ-সি পোর্টের অন্তর্ভুক্তি এবং ৩ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত A17 Bionic প্রসেসর নতুন আইফোনের অন্যতম বিশেষত্ব৷ সফ্টওয়্যারের ক্ষেত্রে বেশ কিছু ফিচার থাকলেও, যেগুলি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। আবার এখন এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, iPhone 15-এ এমন একটি ফিচার মিলবে, যা ব্যাটারির স্বাস্থ্য সর্বাধিক করার জন্য ব্যাটারি চার্জ সীমিত করবে।

iPhone 15-এ আসছে ব্যাটারি চার্জ লিমিট ফিচার

৯টু৫ম্যাক-এর দাবি, আইফোন ১৫ সিরিজের ফোনগুলিতে ইউজাররা একটি বিশেষ বৈশিষ্ট্য পেতে পারেন, যা চার্জ সীমিত করে ব্যাটারি হেল্থ বর্ধিত করবে। এই ফিচারের সাথে সম্পর্কিত কোডটি আইএসও ১৭ আরসি (iOS 17 RC)-তে দেখা গেছে। যদি ফিচারটি আইফোন ১৫-এ প্রবেশ করে, তবে এটি অ্যাপলের পক্ষ থেকে একটি ইতিবাচক পদক্ষেপ হবে। কারণ ব্যবহারকারীরা তাদের প্রয়োজনমতো ব্যাটারি কতটুকু চার্জ হবে তার লিমিট আগে সেট করে রাখতে পারবেন। এবং প্লাগ গুঁজলে তার থেকে বেশি চার্জ হবে না।

ওই বৈশিষ্ট্যটি ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড এবং কিছু ল্যাপটপে উপলব্ধ রয়েছে। এমনকি, কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন অপ্টিমাইজড ব্যাটারি চার্জিংও অফার করে। এটি স্বয়ংক্রিয়ভাবে ইউজারদের চার্জিং প্যাটার্নগুলি পর্যবেক্ষণ করে এবং সেই অনুযায়ী কিছু সময়ের জন্য চার্জিং সীমিত করে ও ইউজারের আনপ্লাগ করার সময় হয়ে আসলে বাকিটি পূরণ করে। আবার, ম্যাকওএস (macOS) থার্ড পার্টি অ্যাপগুলির মাধ্যমে ব্যাটারি লিমিট অফার করে, কিন্তু সেই ইউটিলিটি ম্যাকওএস-এ কতটা কার্যকর, সেবিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে।

উল্লেখ্য, ফুল চার্জ সীমিত করা একটি স্ট্র্যাটিজি, যা বেশ কয়েকটি কোম্পানি অনুসরণ করে এবং এটি কর্যকরীভাবে লিথিয়াম ব্যাটারি সেলের অবক্ষয়কে ধীর করে দেয়। তবে পুরোনো আইফোনে এই ফিচারটি কম্প্যাটিবল কিনা, তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে তা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ বৈশিষ্ট্যটি ইউএসবি টাইপ-সি এর সাথে সংযুক্ত বলে মনে করা হচ্ছে।

নিশ্চিতভাবে জানার জন্য, আগামী ১৮ সেপ্টেম্বর iOS 17-এর প্রকাশে বা আগামী ২২ সেপ্টেম্বর iPhone 15 সিরিজ বিক্রির জন্য উপলব্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে ফিচারটির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তাই এই তথ্যগুলি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।