১২ হাজার টাকা ডিসকাউন্ট, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরার Oppo Reno 8 5G সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে

Oppo Reno 8 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি

আপনি যদি Oppo Smartphone কিনবেন বলে ভেবে থাকেন, তাহলে এটাই সঠিক সময়। কারণ জনপ্রিয় এই ব্র্যান্ডের ফোনে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সংস্থাটির মিড রেঞ্জ ফোন Oppo Reno 8 5G এখন অনেক কম দামে কেনা যাবে। এর সাথে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, এক্সচেঞ্জ অফার ও ব্যাংক অফার দেওয়া হচ্ছে। ফিচারের কথা বললে, Oppo Reno 8 5G ফোনে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর, ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ও ৪,৫০০ এমএএইচ ব্যাটারি।

Oppo Reno 8 5G-এর দাম

ওপ্পো রেনো ৮ ৫জি অ্যামাজনে সস্তায় পাওয়া যাচ্ছে। এই ফোনের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি ৩৮,৯৯৯ টাকা। তবে এটি এখন ৩১% ছাড়ের পরে ২৭,০০০ টাকায় বিক্রি হচ্ছে।

ছাড়ের পাশাপাশি ব্যাংক অফারও পাওয়া যাচ্ছে। নির্বাচিত ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হবে। সাথে রয়েছে এক্সচেঞ্জ অফার। অর্থাৎ পুরানো ফোন বদলেও আপনি ওপ্পো রেনো ৮ ৫জি কিনতে পারবেন।

Oppo Reno 8 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo Reno 8 5G ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০ x ২,৪০০পিক্সেল) AMOLED ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভোক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ১৩০০ প্রসেসর দেওয়া হয়েছে। ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo Reno 8 5G এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর, এফ/২.২ অ্যাপারচার ও ১১২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৮ মেগাপিক্সেল Sony IMX355 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/২.৪ অ্যাপারচার সহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।