৩০ নভেম্বর ভারতে আসছে সবচেয়ে সস্তা ফাইভজি ফোন Moto G 5G

আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চ হবে Moto G 5G। সম্প্রতি এই ফোনটি ইউরোপে লঞ্চ হয়েছিল। এবার একে ভারতের বাজারে আনা হচ্ছে। এর সাথে কোম্পানি Moto G9 Power ফোনটিও লঞ্চ করতে পারে। যদিও এব্যাপারে এখনও মোটোরোলা কিছু নিশ্চিত করেনি। কোম্পানির তরফে আজ একটি টুইট করে জানানো হয়, আগামী ৩০ নভেম্বর দুপুর ১২টায় মোটো জি ৫জি ফোনটিকে ভারতে লঞ্চ করা হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ফোনটি অর্ডার করা যাবে। প্রসঙ্গত টিপ্সটার মুকুল শর্মা কয়েকদিন আগেই টুইট করে জানিয়েছিলেন Moto G 5G ও Moto G9 Power ফোন দুটি শীঘ্রই ভারতে আসছে।

Moto G 5G ফোনের দাম

মোটোরোলা মোটো জি ৫জি ফোনের ভারতে লঞ্চ ডেট জানা গেলেও, ফোনটির দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে ইউরোপে ফোনটির ৪ + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টটির দাম ২৯৯ ইউরো (ভারতীয় মুদ্রায় ২৬,১৫০ টাকা)। এদিকে টুইটে কোম্পানি দাবী করেছে মোটো জি ৫জি ভারতের ‘..most affordable 5G smartphone’ হতে চলেছে। সেদিক থেকে আমাদের অনুমান ভারতে ফোনটির দাম ইউরোপের বাজারমূল্যের তুলনায় কিছুটা কম হবে।

Moto G 5G এর স্পেসিফিকেশন

মোটোরোলা মোটো জি ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস ম্যাক্স ভিশন ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন ২৪০০ x ১০৮০। ডিসপ্লে’র পাঞ্চ-হোল ডিজাইনের মধ্যে ১৬ মেগাপিক্সেলের (এফ/২.২) ফ্রন্ট ক্যামেরাটি উপলব্ধ। প্রসেসরের কথা বললে এতে রয়েছে ৭৫০জি প্রসেসর। সাথে অ্যাড্রেনো ৬১০ জিপিইউ ব্যবহৃত হয়েছে। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে আসবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।

মোটো জি ৫জি ফোনের ফ্রন্ট ক্যামেরার প্রসঙ্গ আগেই বলেছি। এর ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রিয়াল ক্যামেরা সেটআপ। এতে আছে ৪৮ মেগাপিক্সেলের (এফ/১.৭) প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেলের (এফ/২.২) আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেলের (এফ/২.৪) ম্যাক্রো সেন্সর।

সিকিউরিটি অপশন হিসেবে মোটো জি ৫জি ফোনে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতো ফিচার। ফোনটি ৫,০০০ এমএএইচের ব্যাটারি ও ২০ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং সাপোর্ট সমেত আসবে। এছাড়া ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।