Electric Scooters: ৪৫,০০০ টাকা থেকে দাম শুরু, দেশের অন্যতম সস্তা ৫টি ই-স্কুটারের লিস্ট, ১১০ কিমি পর্যন্ত রেঞ্জ

বিগত দু’সপ্তাহ ধরে পেট্রলে-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে, অন্য দিকে পরিবেশ দূষণের মতো চিরন্তন সমস্যা ভাবাচ্ছে দেশবাসীকে। বিভিন্ন কারণেই ব্যাটারিচালিত দু’চাকা ও চার চাকা গাড়ির দিকে ঝোঁক বাড়ছে সাধারণ মানুষের। তবে শুধু আগ্রহ থাকলেই হয় না। এই ধরনের গাড়ি কিনতে সাধারণত খরচ হয় মোটা টাকা। তবে এখনও ভারতে পকেটসই দামে পাওয়া যাচ্ছে নানা ইলেকট্রিক স্কুটার। লাখ টাকা খরচ করতে হয় না। বর্তমানে ৪৫,০০০ টাকার বাজেট থেকেই শুরু হচ্ছে বিদ্যুৎচালিত স্কুটারের দিম। এই প্রতিবেদনে দেশের অন্যতম সস্তা ৫টি ই-স্কুটারের তালিকা রইল।

Avon E Scoot

Avon E Scoot ইলেকট্রিক স্কুটারের দাম ৪৫,০০০ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। এটি ২১৫ ওয়াট বিএলডিসি মোটর দ্বারা পরিচালিত৷ স্কুটারটির ৪৮ ভোল্ট/২০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৬-৮ ঘন্টা সময় নেয়। এটি ৬৫ কিমি রেঞ্জ দেয় বলে দাবি করছে সংস্থা৷ সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৪ কিমি। অর্থাৎ এই ই-স্কুটার চালাতে লাইসেন্স বা রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না৷

Bounce Infinity E1

Bounce Infinity E1 ইলেকট্রিক স্কুটার দু’টি ভ্যারিয়েন্ট পাওয়া যায় – ব্যাটারি প্যাক ছাড়া দাম ৪৫,০৯৯ টাকা। এবং ব্যাটারি প্যাক-সহ মূল্য ৬৮,৯৯৯ টাকা (এক্স-শোরুম, দিল্লি)। ১,৫০০ ওয়াট বিএলডিসি মোটর সহ এসেছে স্কুটারটি। ৪৮ ভোল্ট/৩৯ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৪ ঘন্টা। এতে ডিজিটাল স্পিডোমিটার, ব্লুটুথ মোবাইল কানেক্টিভিটি এবং কম্বি ব্রেক সিস্টেমের মতো ফিচার রয়েছে। সম্পূর্ণ চার্জে ৮৫ কিমি সফর করতে পারে।

Hero Electric Flash

Hero Electric Flash-এর দাম ৪৬,৬৪০ টাকা থেকে ৫৯,৬৪০ টাকা (এক্স-শোরুম, দিল্লি) পর্যন্ত। ইলেকট্রিক স্কুটারটির LX VRLA এবং Flash LX (টপ-স্পেক) ভ্যারিয়েন্টে উপলব্ধ। প্রতি কিমিতে ২৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ ওঠে। রেঞ্জ ৮৫ কিলোমিটার৷ ২৫০ ওয়াট মোটর এবং ৫১.২ ভোল্ট, ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি দ্বারা পরিচালিত এ ই-স্কুটার। ব্যাটারি চার্জ হতে সময় নেয় ৪-৫ ঘন্টা।

Avan Trend E

Avan Trend E এর মূল্য ৫৬,৯০০ টাকা (এক্স-শোরুম) । এটি একটি এবং দু’টি ব্যাটারির সাথে পাওয়া যায়৷ একটি ব্যাটারির ক্ষেত্রে রেঞ্জ ৬০ কিলোমিটার এবং ডুয়েল ব্যাটারি ভ্যারিয়েন্টের রেঞ্জ প্রায় তার ডাবল৷ একচার্জে ১১০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। দুটি মডেলেই ঘণ্টা প্রতি ৪৫ কিমি গতিবেগ ওঠে। ৮০০ ওয়াট বিএলডিসি মোটর সহ স্কুটারটির ৪৮ ভোল্ট/২৪ অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪ ঘন্টা।

EeVe Ahava

EeVe Ahava এর মূল্য ৬২,৪৯৯ টাকা (এক্স-শোরুম দিল্লি)। তালিকার সবচেয়ে দামি বৈদ্যুতিক স্কুটার এটি৷ এর উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, এলইডি ইলুমিনেশন, জিও ট্যাগিং এবং জিও ফেন্সিং। স্কুটারে দেওয়া ৬০ ভোল্ট/২৭ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৭ ঘন্টা। ঘন্টায় ২৫ কিলোমিটার সর্বোচ্চ গতি ওঠে৷ রেঞ্জ ৬০-৭০ কিমি ।