লেজেন্ড বাইকের জাদু দেখবে গোটা দেশ! 29 আগস্ট বড় চমকের ইঙ্গিত হৃত্বিক রোশনের

নস্টালজিয়ায় ভরা এক আইকনিক মোটরসাইকেলকে বাজারে ফিরিয়ে আনতে চলেছে ভারতের সবচেয়ে বড় টু-হুইলার নির্মাতা Hero MotoCorp। চলতি মাসের শেষের দিকেই নব কলেবরে প্রত্যাবর্তন করতে চলেছে এক সময়কার বাজার কাঁপানো Karizma। যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত ছিলেন হৃত্বিক রোশন। অভিনেতা হিরোর বাইকটির প্রত্যাবর্তনের দিনক্ষণের এক ছোট্ট আভাস দিয়েছেন তার এক্স (টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে। এই ঘটনা প্রবাহের সূত্র ধরে মনে করা হচ্ছে যে নিউ জেনারেশনের হিরো কারিশমারও মুখ হতে চলেছেন জনপ্রিয় ওই বলিউডি অভিনেতা।

Hero Karzima XMR লঞ্চ হবে 29 আগস্ট

হৃত্বিক তার টুইটার পেজে হিরো কারিশমার নাষ লেখা একটি টি শার্ট গায়ে ছবি পোস্ট করে লঞ্চের তারিখ প্রকাশ্যে এনেছেন। সেই অনুযায়ী আগামী ২৯ শে আগস্ট পাকাপাকিভাবে অবগুন্ঠনের আড়ালে আসতে চলেছে Karizma XMR 210। অর্থাৎ চলতি মাসেই লঞ্চ করতে চলেছে হিরোর এই আইকনিক স্পোর্টস বাইকটি।

এর আগেও কারিশমার পুরনো জনপ্রিয় বিজ্ঞাপণী ভিডিওর ছোট ক্লিপ প্রকাশ করেছেন তিনি। যার মাধ্যমে এই আইকনিক মোটরসাইকেলটির প্রত্যাবর্তনের ইঙ্গিত দেন তিনি। অভিনেতা পোস্টে লেখেন, “যদি গল্প বিশ্বাস করেন তবে আবারো এই লেজেন্ড বাইকটি আমার চালানোর সময় হয়েছে।” ‘LiveTheLegend’ এই হ্যাশ ট্যাগ ব্যবহার করে তিনি বলেন, “এটি আমার কাছে এক অবিশ্বাস্য বড় চমক”।

Hero Karizma XMR 210: ইঞ্জিন স্পেসিফিকেশন ও ফিচার

২০০৩ সালে প্রথমবার বাজারে আসার পর ২০০৭ সালে বাইকটির আরও একটি ভ্যারিয়েন্ট Karizma R লঞ্চ করা হয় ভারতে। এটি দারুণ জনপ্রিয়তা পায় যুবসমাজের কাছে। চাহিদার অভাবে মাঝে বিক্রি হলেও পুনরায় বাইকটি বাজারে ফিরতে চলেছে Karizma XMR 210 নামে। স্টিলের তৈরি ট্রেলিস ফ্রেম এবং বক্স টাইপ সুইংআর্ম এর উপর নির্ভর করে নতুন প্লাটফর্মে তৈরি করা হয়েছে এটি। চালিকাশক্তি সরবরাহ করবে ২১০ সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন। এমন ইঞ্জিন হিরোর ইতিহাসে প্রথম ব্যবহার করা হবে। এছাড়াও টুইন এলইডি প্রজেক্টর হেডল্যাম্প ও ফুল-ফেয়ারিং সেটআপ থাকবে এতে।