10 হাজার টাকায় 5G ফোন, ZTE বাজার মাতাতে আনল 4000mAh ব্যাটারি সহ নতুন স্মার্টফোন

Avatar

Published on:

ZTE Changxing 50 launched with 13 megapixel rear camera 4000mah battery price specifications

চলতি সপ্তাহের শুরুতে ZTE মেক্সিকোর বাজারে Apple iPhone 14 Pro মডেলের ডিজাইন অনুপ্রাণিত সাশ্রয়ী মূল্যের Axon 50 Lite স্মার্টফোন লঞ্চ করেছিল। আর আজ সংস্থাটি তাদের হোম-মার্কেটে আরেকটি বাজেট-ফ্রেন্ডলি হ্যান্ডসেট উন্মোচন করল, যার নাম ZTE Changxing 50 ৷ এটি বড় আকারের LCD ডিসপ্লে প্যানেল এনং ৬ এনএম EUV প্রসেসিং প্রযুক্তি ভিত্তিক ইউনিসক প্রসেসরের সাথে এসেছে। এছাড়া এই ফোনে – অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি ডিভাইসটি 5G নেটওয়ার্ক সাপোর্ট সহ এসেছে। চলুন ZTE Changxing 50 স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ZTE Changxing 50 এর স্পেসিফিকেশন

জেডটিই চাঙক্সিং ৫০ স্মার্টফোনে ৬.৫২-ইঞ্চির (১৬০০×৭২০ পিক্সেল) এলসিডি টাচস্ক্রিন আছে, যা অ্যান্টি-ব্লু লাইট আই প্রোটেকশন মোড সহ ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। আর হ্যান্ডসেটটির পিছনে একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল লক্ষ্যণীয়, যাতে ১৩ মেগাপিক্সেলের একক রিয়ার ক্যামেরা বিদ্যমান।

পারফরম্যান্সের জন্য ZTE Changxing 50 স্মার্টফোনে ৬ এনএম ইইউভি প্রসেসিং প্রযুক্তি ভিত্তিক ৫জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। সংস্থার তরফ থেকে প্রসেসরটির নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আমাদের অনুমান এটি ইউনিসক টি৭৬০ ৫জি হতে পারে।

৫জি-এনাবল এই হ্যান্ডসেটে অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক মাইওএস ১৩ (MyOS 13) কাস্টম স্কিন প্রি-লোডেড আছে। স্টোরেজ হিসাবে এতে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম মিলবে। আর কানেক্টিভিটির জন্য একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে ZTE Changxing 50 স্মার্টফোনে ৫ ওয়াট চার্জিং সমর্থিত ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে।

ZTE Changxing 50 স্মার্টফোনের দাম

ZTE Changxing 50 স্মার্টফোনের ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১০,২০০ টাকা) রাখা হয়েছে। এটি দুটি কালার বিকল্পে এসেছে, যথা – গ্রে এবং ব্লু। এই ৫জি হ্যান্ডসেটকে আপাতত চীনে বিক্রির জন্য উপলব্ধ করা হয়েছে। তবে ভবিষ্যতে সংস্থাটি হয়তো তাদের এই লেটেস্ট বাজেট-রেঞ্জের স্মার্টফোনকে গ্লোবাল মার্কেটেও লঞ্চ করতে পারে।

সঙ্গে থাকুন ➥