প্রিমিয়াম ফিচারের সাথে খাস ডিজাইন, লঞ্চের আগেই Vivo Y200 5G ফোনের কালার অপশন প্রকাশ্যে এল

Avatar

Published on:

Vivo y200 5G will come with jungle green colour teased ahead of launch

আগামী পরশু অর্থাৎ ২৩শে অক্টোবর Vivo ভারতের বাজারে Vivo Y200 5G নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ হালফিলে আসন্ন এই ডিভাইসটি – AMOLED ডিসপ্লে প্যানেল, OIS-সমর্থিত প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং মিড-রেঞ্জ কোয়ালকম সিপিইউ সহ আসবে বলে খবর পাওয়া গিয়েছিল। আবার আজ সংস্থার তরফ থেকে একটি নতুন টিজার ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে Vivo Y200 5G স্মার্টফোনকে জাঙ্গাল গ্রীন (Jungle Green) কালার ভ্যারিয়েন্টে টিজ করা হয়েছে।

Vivo দ্বারা X প্ল্যাটফর্মে পোস্ট করা টিজার ভিডিওতে, Vivo Y200 5G স্মার্টফোনের জাঙ্গাল গ্রীন কালার বিকল্পকে স্পার্কেলি ফিনিশিং রিয়ার প্যানেলের সাথে দেখা গিয়েছে। ফোনটির অপর একটি কালার অপশন ডেজার্ট গোল্ডকেও এই একই ফিনিশিং সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Vivo Y200 5G এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৬৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে। পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি সম্ভবত ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ সহ আসবে। আবার অতিরিক্তভাবে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করতে পারে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Vivo Y200 5G ফোনে রিং-এলইডি স্মার্ট অরা ফ্ল্যাশ সহ OIS সমর্থিত ৬৪-মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২-মেগাপিক্সেল বোকেহ লেন্স যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এদিকে হ্যান্ডসেটের সামনে ১৬-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান থাকতে পারে। এতে ৪,৮০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে হয়তো ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

সঙ্গে থাকুন ➥