Tecno Pova Neo 3-র ফিচার শুনেই বলবেন ‘কেয়া বাত’, 7,000mah ব্যাটারি, ডুয়াল DTS স্পিকার সহ চমকের ছড়াছড়ি

Avatar

Published on:

Tecno Pova Neo 3 Launch Date

টেকনো (Tecno) বর্তমানে তাদের Pova সিরিজের অধীনে Pova Neo 3 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি গত সপ্তাহেই এই বিশাল ৭,০০০ এমএএইচ ক্যাপসিটির ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটির ডিজাইন প্রকাশ করেছে। এটি চলতি মাসেই বাজারে পা রাখবে বলে জানা গেছে। লঞ্চের আগে আপকামিং Tecno Pova Neo 3-এর প্রতি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সংস্থা ফোনটির বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছে।

Tecno Pova Neo 3: স্পেসিফিকেশন

টেকনোর টিজার অনুযায়ী, টেকনো পোভা নিও ৩-এ ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্মার্টফোনটি মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেটের সাথে আসবে এবং এটি ব্র্যান্ডের কাস্টমাইজড হাইওএস ১৩ (HIOS 13) সফ্টওয়্যারে রান করবে। ডিভাইসটিতে ৮ জিবি ইন-বিল্ট র‍্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যাম সাপোর্ট মিলবে। তবে এটি শুধুমাত্র ১২৮ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, টেকনো পোভা নিও ৩-এ পোর্ট্রেট বিউটি মোড সহ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত থাকবে। শোনা যাচ্ছে যে, সহায়ক লেন্স হিসাবে প্রধান ক্যামেরার সাথে একটি ১ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত থাকবে। আর ফোনের সামনে সেলফির জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, পোভা নিও ৩ বিশাল ৭,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। এটি ব্যাটারি ল্যাব ৩.০ এবং এসটিএস সিকিওর ব্যাটারি প্রযুক্তির মতো ব্যাটারি ফিচারগুলিও সাপোর্ট করবে৷

এছাড়া, ব্যবহারকারীরা Tecno Pova Neo 3 ফোনে ওয়ালপেপারের একটি চিত্তাকর্ষক কালেকশন অ্যাক্সেস করতে পারবেন এবং এটি একটি উন্নত গেমিং অভিজ্ঞতার জন্য প্যান্থার ইঞ্জিন ২.০ সাপোর্ট করবে বলেও জানা গেছে। হ্যান্ডসেটটি গেম স্পেস ২.০ এবং ডিটিএস অডিও প্রযুক্তি সহ ডুয়েল-স্পিকার সেটআপের সাথে আসবে। Tecno Pova Neo 3-এর সংযোগ বিকল্পগুলির মধ্যে সামিল রয়েছে উন্নত সিগন্যাল পাওয়ারের জন্য ইউপিএস আল্ট্রা পাওয়ার সিগন্যাল এবং স্টেবিলিটি ও ডেটা রেটের জন্য লিংকবুমিং ১.০, যা সামগ্রিক কানেক্টিভিটি এক্সপেরিয়েন্স বাড়াবে। Tecno Pova Neo 3 তিনটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – মেকা ব্ল্যাক, অ্যাম্বার গোল্ড এবং হারিকেন ব্লু।

সঙ্গে থাকুন ➥