Realme C65 বাজেটের মধ্যে লা-জবাব ফিচার সহ লঞ্চ‌‌ হল, বড় ব্যাটারি, 50MP ক্যামেরা সহ কি নেই

Avatar

Published on:

Realme C65 launched

Realme আজ ভিয়েতনামের বাজারে তাদের জনপ্রিয় C-সিরিজের নতুন ফোন হিসেবে Realme C65 লঞ্চ করল। একি হল একটি LTE-ওনলি হ্যান্ডসেট, যা লো-বাজেট রেঞ্জের অধীনে এসেছে। এই ফোন মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর দ্বারা চালিত। এছাড়া অন্যান্য ফিচার হিসাবে এতে 90 হার্টজ রিফ্রেশ রেটের HD+ LCD টাচস্ক্রিন, 256 জিবি স্টোরেজ, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, ডায়নামিক বাটন, এয়ার জেসচার এবং 5,000 এমএএইচের শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে। সর্বোপরি সাশ্রয়ী মূল্যের সাথে আসা সত্ত্বেও হ্যান্ডসেটটিতে 8 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচার সাপোর্ট করে। চলুন Realme C65 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Realme C65 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

রিয়েলমি সি65 স্মার্টফোনে রয়েছে 6.67-ইঞ্চির এইচডি প্লাস (1604×720 পিক্সেল) LCD ডিসপ্লে প্যানেল, যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 625 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর এবং মালি জি52 জিপিইউ ব্যবহার করা হয়েছে। এই ফোন 8 জিবি পর্যন্ত LPDDR4x র‌্যাম এবং সর্বোচ্চ 256 জিবি স্টোরেজ সহ এসেছে। আবার অতিরিক্তভাবে 8 জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‌্যাম ফিচারও সাপোর্ট করে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো সম্ভব। উক্ত ডিভাইসে অপারেটিং সিস্টেম হিসাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কস্টাম স্কিন প্রি-লোডেড থাকছে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Realme C65 হ্যান্ডসেটের পেছনে একটি LED ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – 79.5° ফিল্ড-অফ-ভিউ ও এফ/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য মিলবে 80° ফিল্ড-অফ-ভিউ ও এফ/2.05 অ্যাপারচার যুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং শুটার।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ডিভাইসটি ডায়নামিক বাটন, এয়ার জেসচার এবং মিনি ক্যাপসুল 2.0 প্রযুক্তির সমর্থন অফার করে। নিরাপত্তার জন্য এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। কানেক্টিভিটি বিকল্প হিসাবে মিলবে ডুয়াল সিম স্লট, 4জি, ওয়াই-ফাই ব্লুটুথ 5.0, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে মিলবে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 45 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সমর্থন করে। Realme C65 ফোন ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP54 রেটিং প্রাপ্ত। এর পরিমাপ 164.6×76.1×7.64 মিমি এবং ওজন 185 গ্রাম।

Realme C65 স্মার্টফোনের দাম

Realme C65 মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হয়েছে। যার মধ্যে 6 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম 36,90,000 VND (প্রায় 12,350 টাকা) রাখা হয়েছে। এছাড়া উচ্চতর 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ বিকল্পের দাম যথাক্রমে 42,90,000 VND (প্রায় 14,360 টাকা) ও 47,90,000 VND (প্রায় 16,034 টাকা) থাকছে। এটি – পারপেক নেবুলা এবং ব্ল্যাক মিল্কিওয়ে কালার অপশনে এসেছে।

এটি আগামী 4ঠা এপ্রিল থেকে ভিয়েতনামে কেনার জন্য উপলব্ধ হবে৷ জানা গেছে, এই স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে।

সঙ্গে থাকুন ➥