ফ্রি ইয়ারবাড, OnePlus 12R কিনতে হুড়োহুড়ি ভারতীয় ক্রেতাদের, সেল শুরুর কিছুক্ষণের মধ্যেই স্টক খালি

Avatar

Published on:

OnePlus 12r out of stock sell within hours second sale Date in india 13 February

গতকাল ছিল ভারতে OnePlus 12R ফোনের প্রথম সেল। আর এই সেলে রেকর্ড করল OnePlus India। আসলে সংস্থার তরফে জানানো হয়েছে যে, ফোনটির প্রথম সেলে ব্যাপক সাড়া দিয়েছে ফ্যানেরা। যেকারণে দুপুর বারোটায় OnePlus 12R এর সেল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই এটির স্টক শেষ হয়ে যায়। এর পিছনে ডিভাইসটির সাথে দেওয়া আকর্ষণীয় অফার হতে পারে, যেখানে ক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন OnePlus Buds Z2।

OnePlus India এর তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামী ১৩ ফেব্রুয়ারি OnePlus 12R এর দ্বিতীয় সেলের আয়োজন করা হয়েছে। যদিও দ্বিতীয় সেলে বিনামূল্যে ইয়ারবাড পাওয়া যাবে না। তবে ICICI ও OneCard এর ক্রেডিট কার্ডধারীরা ১,০০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন। জানিয়ে রাখি, ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ৩৯,৯৯৯ টাকা থেকে।

স্পেসিফিকেশনের কথা বললে, ওয়ানপ্লাস ১২আর ডিভাইসে আছে ৬.৭৮ ইঞ্চি কার্ভড এজ অ্যামোলেড ডিসপ্লে, যা গরিলা গ্লাস ভিক্টাস ২ দ্বারা সুরক্ষিত। এই ডিসপ্লের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। আর এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন ও‌ ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও‌ ৪,৫০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অক্সিজেন ওএস কাস্টম স্কিনে চলে। আর ডিভাইসটি ৩ বছর আরও অ্যান্ড্রয়েড আপডেট পাবে বলে জানানো হয়েছে।

এদিকে ওয়ানপ্লাস ১২আর ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, এলপিডিডিআর৫এক্স র‌্যাম, ইউএফএস ৩.১ স্টোরেজ ও ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সেলফির জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আর পিছনে সনি আইএমএক্স৮৯০ সেন্সর সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা উপস্থিত।

সঙ্গে থাকুন ➥