8 হাজার টাকা ছাড়ে বিশ্বের সবচেয়ে হালকা ওয়াটারপ্রুফ 5G ফোন, দুর্দান্ত ক্যামেরা সহ রয়েছে সুপার ফাস্ট চার্জিং

Avatar

Published on:

Motorola Edge 40 Neo 5G Discount

Flipkart Big Billion Days Sale আজ থেকে শুরু হয়েছে। এই সময়ে আপনি যদি একটি 5G ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Motorola Edge 40 Neo 5G আপনার জন্য সেরা বিকল্প হতে পারে। আইপি৬৮ (ওয়াটারপ্রুফ) রেটিং সহ আসা বিশ্বের সবচেয়ে হালকা 5G স্মার্টফোন এটি। ফ্লিপকার্ট সেল চলাকালীন ফোনটির ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ২০ হাজার টাকার কম দামে, যার এমআরপি ২৮ হাজার টাকা।

Motorola Edge 40 Neo 5G এর দাম ও উপলব্ধতা

Motorola Edge 40 Neo 5G গত মাসে ভারতে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা (এমআরপি ২৭,৯৯৯ টাকা) এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা (এমআরপি ২৯,৯৯৯ টাকা)। এটি ব্ল্যাক বিউটি, কেনেল বে এবং সুথিং সি কালারে উপস্থিত

ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেলের মাইক্রোসাইটে Motorola Edge 40 Neo 5G ফোনটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে জানানো হয়েছে যে ব্যাঙ্ক অফার সহ ডিভাইসটি ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আশা করা যায় এটি বেস মডেলের মূল্য।

Motorola Edge 40 Neo 5G এর বিশেষ বিশেষ ফিচার

নতুন মোটোরোলা এজ ৪০ নিও ৫জি স্মার্টফোনে আছে ৬.৫৫ ইঞ্চির পোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে। সংস্থাটি দাবি করেছে যে এতে ১৩০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটসহ ১০-বিট কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে। আবার এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৩০ প্রসেসরযুক্ত বিশ্বের প্রথম স্মার্টফোন।

ফটোগ্রাফির জন্য মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোনের পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং অটোফোকাস সাপোর্টের সাথে ১৩ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বর্তমান।

Motorola-র দাবি, ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট আইপি৬৮ রেটিং (আন্ডার ওয়াটার প্রোটেকশন) সহ আসা ফোনটি সবচেয়ে হালকা 5G ফোন। ৩০ মিনিট জলে ডুবে থাকলেও ফোনের কিছুই হবে না। সাউন্ডের জন্য এই ফোনে ডুয়েল স্পিকার সেটআপ বর্তমান। Motorola Edge 40 Neo 5G ফোনে কানেক্টিভিটির জন্য ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি এর মতো অপশন উপলব্ধ। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৬৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির ব্যাটারি ১৫ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়।

সঙ্গে থাকুন ➥