যুক্তরাষ্ট্রের স্মার্টফোন মার্কেটে রাজ Apple-র, আইফোনের দাপটে কোণঠাসা অন্যান্য সংস্থা

Avatar

Published on:

iPhone 14 Pro beats iphone 14 Pro Max to become best selling apple iphone model in the us

বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক জেপি মরগ্যান চেজ (JPMorgan Chese), Wave7 রিসার্চের এপ্রিল, ২০২৩ ডেটা বিশ্লেষণ করে আইফোনের বিক্রি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। জেপি মরগ্যান চেজ বিশ্লেষকদের মতে, স্ট্যান্ডার্ড iPhone 14 মডেলটির বিক্রি এখন টপ-এন্ড iPhone 14 Pro Max-কে ছাড়িয়ে গেছে, এমনকি এটি বর্তমানে আমেরিকায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইফোন মডেলে পরিণত হয়েছে। আসুন এই সমীক্ষা থেকে উঠে আসা তথ্যগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

iPhone 14 মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল

এপ্রিল মাসে, আইফোন ১৪ স্ট্যান্ডার্ড সংস্করণটি মার্কিন অপারেটরদের মধ্যে ১৯% মার্কেট শেয়ার দখল করেছে। এটি আইফোন ১৪ প্রো ম্যাক্সকে ছাড়িয়ে গেছে, যা ১৮% অংশীদারিত্বের সাথে দ্বিতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে আইফোন ১৪ প্রো মডেলের বাজার শেয়ার ১৬ থেকে ১৫ শতাংশে এসে দাঁড়িয়েছে৷ আশ্চর্যজনকভাবে, এই সিরিজের সবচেয়ে কম জনপ্রিয় মডেল হিসাবে পরিচিত আইফোন ১৪ প্লাস তার ৭% মার্কেট শেয়ার বজায় রাখতে সক্ষম হয়েছে।

এছাড়াও, জেপি মরগ্যানের বিশ্লেষকরা হাইলাইট করেছেন যে, তিনটি প্রধান মার্কিন অপারেটরের মধ্যে আইফোনের সামগ্রিক মার্কেট শেয়ার এপ্রিল মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে, ৬৮ শতাংশে পৌঁছেছে। এই চিত্রটি মার্চ মাসে রেকর্ড করা ৬১% মার্কেট শেয়ারের থেকে একটি উল্লেখযোগ্য বৃদ্ধিকে প্রতিফলিত করে। যদিও, প্রতিবেদনে অন্যান্য আইফোন মডেলের জন্য নির্দিষ্ট সংখ্যা প্রদান করা হয়নি, তবে জেপি মরগ্যান-এর বিশ্লেষকরা আইফোন ১১-এর জনপ্রিয়তার কথা স্বীকার করেছেন।

উল্লেখ্য, নতুন ফিচার, প্রযুক্তি এবং একাধিক ক্ষেত্রে আপগ্রেড সহ মার্কিন কোম্পানিটি আগামী সেপ্টেম্বর মাস নাগাদ iPhone 15 লাইনআপ লঞ্চ করতে চলেছে বলে মনে করা হচ্ছে, ফলে এই বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে লড়াই আরও তীব্র হতে চলেছে৷

সঙ্গে থাকুন ➥