জানুয়ারিতে বড় চমক, ভারতের সবচেয়ে সস্তা ইলেকট্রিক SUV আনছে Tata, দাম কত হবে

ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের দাপট বজায় রাখতে প্রচেষ্টায় এতটুকু খামতি রাখতে নারাজ টাটা মোটরস (Tata Motors)। তাই একের পর এক ইভি মডেল সাজিয়ে রেখেছে লঞ্চের জন্য। অনেকদিন ধরেই সংস্থার সর্বাধিক বিক্রিত সাব কম্প্যাক্ট এসইউভি Punch-এর ইলেকট্রিক ভার্সন নিয়ে চর্চা চলছে। সূত্রের দাবি, ২০২৪ সালের জানুয়ারি মাসেই গাড়িটির অভিষেক ঘটতে চলেছে।

Tata Punch EV জানুয়ারিতেই আত্মপ্রকাশ করবে

এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, Punch EV জানুয়ারির শেষে সপ্তাহে ভারতে আত্মপ্রকাশ করবে। আর লঞ্চ ও দাম ঘোষণা হবে আরও কিছুদিন বাদে। যদিও সংস্থার তরফে এখনও লঞ্চের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। Citroen eC3-এর সাথে টক্কর চলবে গাড়িটির। তাই এটি দেশের মধ্যে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক এসইউভি হতে পারে। উল্লেখ্য, বর্তমান Citroen eC3-এর দাম ১১.৬১ লক্ষ থেকে শুরু করে ১২.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

Tata Punch EV-র স্পেসিফিকেশন সম্পর্কিত তথ্য এখনও বিশদে জানা যায়নি। অনুমান করা হচ্ছে, Tiago EV ও Tigor EV-তে উপস্থিত ২৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারির তুলনায় সামান্য বেশি ক্ষমতার ব্যাটারি পেতে পারে Punch EV। ফাস্ট চার্জিংয়ের সক্ষমতা যুক্ত ব্যাটারিটি ফুল চার্জে ৩৫০ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলেই অনুমান।

টাটা পাঞ্চ ইভি তার আইসিই ভার্সনের তুলনায় একাধিক অতিরিক্ত ফিচার পেতে চলেছে। যার মধ্যে রয়েছে এলইডি হেডলাইট, অল হুইল ডিস্ক ব্রেক, বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং নতুন টুলস ও স্টিয়ারিং হুইল, যার মাঝে থাকবে টাটা মোটরসের লোগো। যা কিনা Nexon ও Nexon EV-তেও বর্তমান।