প্রতীক্ষার অবসান, Oppo Reno 6, Reno 6 Pro 5G ভারতে লঞ্চ হচ্ছে ১৪ জুলাই

Oppo মে মাসে চীনে Reno 6 5G, Reno 6 Pro 5G এবং Reno 6 Pro+ 5G মডেলের তিনটি প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করেছিল। গতকালই Reno 6 Pro+ 5G বাদে বাকি দুই হ্যান্ডসেট অর্থাৎ Reno 6 5G, Reno 6 Pro 5G-এর ভারতে আগমনের বিষয়টি ফ্লিপকার্ট (Flipkart) নিশ্চিত করে। ওপ্পোর তরফেও এবার অফিসিয়ালভাবে জানানো হল, তারা ১৪ জুলাই দুপুর ৩ ঘটিকায় Reno 6 5G, Reno 6 Pro 5G ভারতে লঞ্চ করতে চলেছে।

Oppo Reno 6 সিরিজের জন্য Flipkart-এ লাইভ হল মাইক্রোসাইট

ওপ্পো রেনো ৬ সিরিজের ল্যান্ডিং পেজ এখন Flipkart ই-কমার্স সাইটে দৃশ্যমান। লিস্টিংয়ের প্রথমেই ওপ্পো রেনো ৬ প্রো ৫জি স্মার্টফোনের একটি ছবি রাখা হয়েছে। ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা, ইউএসবি-সি পোর্ট, নীচের প্রান্তে স্পিকার ছবিতে দেখা যাচ্ছে।

রেনো সিরিজের ফোনের ক্যামেরার উপর ওপ্পো বিশেষ জোর দিয়ে থাকে। যার প্রভাবে ওপ্পো রেনো ৬ প্রো ৫জি বেশ কিছু ফিচারের সাথে আসছে, যা এর আগে কখনও কোনও স্মার্টফোনে দেখা যায়নি। সেই প্রসঙ্গে আসলে অবশ্যই ইন্ডাস্ট্রি-ফার্স্ট বোকেহ ফ্লেয়ার পোট্রেট ভিডিও ফিচারের কথা প্রথমেই বলতে হয়। এমনকি ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজে বৈশিষ্ট্যটি হাইলাইট হয়েছে।

এছাড়াও ওপ্পো রেনো ৬ প্রো ৫জি এআই হাইলাইট ভিডিও, ফোকাস ট্যাকিং, কালার টেম্পারেচর সহ বিভিন্ন প্রফেশনাল ফটোগ্রাফি ফিচার অফার করবে। স্পেসিফিকেশন পরিবর্তন না করে ওপ্পো রেনো ৬ ৫জি এবং ওপ্পো রেনো ৬ প্রো ৫জি-এর চীনা ভার্সনই ভারতে লঞ্চ হতে পারে। সেক্ষেত্রে চীনে লঞ্চ হওয়া এই স্মার্টফোনদ্বয়ের স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক।

Oppo Reno 6 Pro 5G-এর স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ৬ প্রো ৫জি স্মার্টফোনটি ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল) কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন, মিডিয়াটেক ডাইমেনসিটি ১২০০ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ এসেছিল।

ক্যামেরার কথা বললে, Oppo Reno 6 Pro 5G স্মার্টফোনের পিছনে চারটি ক্যামেরা ছিল। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল সেন্সর। এছাড়াও অন্য তিনটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, ও ২ মেগাপিক্সেল পোট্রেট লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো রেনো ৬ প্রো ৫জি ফোনে দেওয়া হয়েছিল ৪,৫০০ এমএএইচ ব্যাটারি। এটি ৬৫ ওয়াট সুপার ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট করবে।

Oppo Reno 6 এর স্পেসিফিকেশন

চীনে ওপ্পো রেনো ৬ ফোনটি ৬.৪৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস 2.5D হাই সেন্সিটিভ AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডায়মেনসিটি ৯০০ ৫জি প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ লঞ্চ হয়েছিল। অপারেটিং সিস্টেম হিসেবে ছিল অ্যান্ড্রয়েড ১১ বেসড কালারওএস ১১.৩ কাস্টম ওএস‌।

Oppo Reno 6 ফোনে পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে – ৬৪ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফি ও ভিডিও কলের জন্য এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য Oppo Reno 6 ফোনে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল। যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন