Realme 8 5G, Realme C21, Realme C25s ফোনের দাম বাড়ল, জেনে নিন নতুন মূল্য

মূল্যবৃদ্ধির জেরে রোজকার জীবন যাপনে এমনিতেই নাজেহাল অবস্থা দেশবাসীর। এদিকে অন্যান্য জিনিসের সাথে যেন পাল্লা দিয়ে বেড়ে চলেছে স্মার্টফোনের দামও। আগে নতুন ফোন লঞ্চ হওয়ার কিছুদিন পর সেগুলির দাম কম হতে দেখা যেত; কিন্তু কিছুদিন ধরেই এই চেনা ছবি পাল্টেছে। বাজেট রেঞ্জে ফোন লঞ্চ করার কিছুদিনের মধ্যেই Oppo, Vivo, Xiaomi-র মত ব্র্যান্ড, সেগুলির দাম বাড়িয়েছে। সেক্ষেত্রে এবার এই ধরণের পদক্ষেপ নিয়েছে আরেক জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা Realme (রিয়েলমি)-ও। সম্প্রতি সংস্থাটি তার Narzo 30 4G (নার্জো ৩০ ৪জি) ফোনের দাম বাড়িয়েছে। তবে এখন Realme 8 5G (রিয়েলমি ৮ ৫জি), Realme C21 (রিয়েলমি সি২১) এবং Realme C25s (রিয়েলমি সি২৫এস) হ্যান্ডসেটগুলি কিনতেও বেশি ব্যয় করতে হবে আপনাকে। Realme এই তিনটি ফোনের দাম ৫০০ টাকা বাড়িয়েছে। আসুন Realme 8 5G, Realme C21 ও Realme C25s ফোন তিনটির নতুন দাম জেনে নিই।

Realme 8 5G, Realme C21 ও Realme C25s ফোনের নতুন দাম

আগেই বলেছি রিয়েলমি ৮ ৫জি, রিয়েলমি সি২১ এবং রিয়েলমি সি২৫এসের দাম ৫০০ টাকা বেড়েছে। এর ফলে ৬.৫ ইঞ্চির ফুলএইচডি+ এলসিডি, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি চিপসেট, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটিযুক্ত রিয়েলমি ৮ ৫জি ফোনের ৪ জিবি/৬৪ জিবি ভ্যারিয়েন্টটির নতুন দাম হয়েছে ১৪,৯৯৯ টাকা।একইভাবে এর ১২৮ জিবি স্টোরেজ মডেলটি এবার থেকে ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাবে। যেখানে এই ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজযুক্ত মডেলটির জন্য ব্যয় করতে হবে ১৭,৯৯৯ টাকা দিতে হবে।

অন্যদিকে, রিয়েলমি সি২১ ফোনের ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ বিকল্পটির দাম ধার্য করা হয়েছে ৮,৯৯৯ টাকা, যেখানে এর ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে ৯,৯৯৯ টাকা লাগবে। এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১০ ওএস এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

এদিকে রিয়েলমি সি২৫এসের ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেল ১০,৪৯৯ টাকার পরিবর্তে ১০,৯৯৯ টাকায় বিক্রি হবে, যেখানে ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ১১,৪৯৯ টাকার পরিবর্তে লাগবে ১১,৯৯৯ টাকা। স্পেসিফিকেশনের কথা বললে, এই বাজেট ফোনে ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম স্কিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন