তাকিয়ে থাকবে সবাই, Oppo Pad এর Artist Limited Edition লঞ্চ হল, দাম জেনে নিন

গতবছর Oppo জনপ্রিয় আর্টিস্ট জেমস জিন (James Jean) এর সাথে হাত মিলিয়ে Oppo Pad ট্যাবলেটের একটি Artist Edition লঞ্চ করেছিল। আর এই ট্যাবলেটটির পিছনে জিনের আঁকা কিছু ছবি খোদাই করা ছিল। এখন প্রায় এক বছর পর, Oppo Pad Artist Limited Edition বাজারে এল। এই বিশেষ সংস্করণে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।

উল্লেখ্য, Oppo আজ চীনে আয়োজিত লঞ্চ ইভেন্টে Oppo Find N2 ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। এই ইভেন্টে Oppo Pad Artist Limited Edition এর উপর থেকে পর্দা সরানো হয়েছে। নয়া এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৭০০ টাকা)।

ওপ্পো প্যাড আর্টিস্ট লিমিটেড এডিশন এর পিছনে কাস্টম ব্যাক প্যানেল উপস্থিত, যা ফ্ল্যাশ স্যান্ড টেকনোলজি ব্যবহার করে করা হয়েছে। এর পাশাপাশি জিনের কিছু কল্পনাপ্রসূত ফ্যান্টাসি কাজের নমুনাও রিয়ার প্যানেলে দেখা যাবে। আর স্পেসিফিকেশনের কথা বললে, নয়া ভ্যারিয়েন্টে রেগুলার মডেলের মতোই স্পেসিফিকেশন রয়েছে।

Oppo Pad Artist Limited Edition -এর সামনে দেখা যাবে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ১১ ইঞ্চি ডিসপ্লে, যা ২৫৬০ x ১৬০০ পিক্সেল রেজোলিউশন অফার করবে। পারফরম্যান্সের জন্য এই ট্যাবলেটে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৮৩৬০ এমএএইচ ব্যাটারি, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ট্যাবলেটে ফটোগ্রাফির জন্য দেওয়া হয়েছে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আবার সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।