Garena Free Fire Max Today Redeem codes 5 March 2022: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

Garena Free Fire Max Redeem Codes Today 5 March: PUBG মোবাইল গেমটির মত আকস্মিকভাবে ভারতে নিষিদ্ধ হয় Garena Free Fire। তবে গেমারদের হতাশ না করে বিকল্প হিসেবে হাজির Garena Free Fire Max। যদিও অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীরা খুব সহজেই প্লে স্টোর থেকে এই গেমটি ডাউনলোড করতে পারলেও অ্যাপ স্টোরে এটি উপলব্ধ নয়। ফলে আইফোন ব্যবহারকারীরা এটি খেলতে অক্ষম। এখানে জানিয়ে রাখি, ফ্রি ফায়ার ম্যাক্স হল গ্যারেন ফ্রি ফায়ারের উচ্চতর ভার্সন। এতে রয়েছে আরও উন্নত ধরনের এফেক্ট, অ্যানিমেশন এবং গ্রাফিক্সের ব্যবহার। শুধু তাই নয়, গ্যারেনা ফ্রি ফায়ারের মত এতেও দেওয়া হচ্ছে প্রতিদিন ফ্রি রিডিম কোড, যা ব্যবহার করে তারা বিভিন্ন ইন-গেম আইটেম অর্জন করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের Garena Free Fire Max রিডিম কোডগুলি।

Free Fire Max redeem codes Today for 5 March (আজ ৫ মার্চ ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড)

FB8H NJU7 65TR

FV4B R2GU YTRS

AFQG 2YW6 E3RF

DSWB 2J3I 4R5T

VBH7 JUI7 4TGB

HNJ5 TIG8 76T5

SRQ1 26YE G8RB

TNGJ BI8U 7VYT

G3SB ENRM 5JTK

6YOU 9JN8 7V6Y

CT5D RFEV RB45

NTJY KHIB 87V6

C5XR S1EF VRB5

NTJ6 KIYH 8B76

V5TC RDFE VRB5

NT6J YKIH 87B6

V5TC F5DH EJRK

How to redeem Free Fire Max redeem codes for today, 5 March (কীভাবে ৫ মার্চের ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোডগুলির মাধ্যমে রিওয়ার্ড জিতবেন)

১. প্রথমেই যান গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম্পশন সাইটে – https://reward.ff.garena.com/en ।

২. এরপর Twitter, Facebook, Huawei অথবা VK ID দিয়ে লগ-ইন করুন ।

৩. এবার উপরের একটি কোড সঠিকভাবে কপি করে ওয়েবসাইটের বক্সে পেস্ট করতে হবে।

৪. এবার ক্লিক করুন ‘Confirm’ বাটনে।

এখানেই আপনার রিডিম্পশন প্রক্রিয়া সম্পন্ন হল। এবার আপনি আপনার ইন-মেল সেকশনে ২৪ ঘন্টার মধ্যে রিওয়ার্ড পেয়ে যাবেন।