সস্তায় বাজারে হাজির Crossbeats Curv ইয়ারফোন, পাবেন ১৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ

জনপ্রিয় স্মার্ট ডিভাইস প্রস্তুতকারী সংস্থা Crossbeats ভারতের বাজারে লঞ্চ করল তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Crossbeats Curv। এতে রয়েছে ব্লুটুথ ৫.১ সাপোর্ট এবং এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার। এছাড়া মনোরম সাউন্ড সরবরাহের জন্য এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ড্রাইভার। চলুন দেখে নেওয়া যাক নতুন Crossbeats Curv ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Crossbeats Curv ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে ক্রসবিটস কার্ভ ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ১,৫৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটে ব্ল্যাক কালার অপশনে কিনতে পাওয়া যাচ্ছে নতুন এই ইয়ারফোন।

Crossbeats Curv ইয়ারফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত ক্রসবিটস কার্ভ ইয়ারফোনটির স্পেসিফিকেশন প্রসঙ্গে বলতে গেলে, এতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম নিওডাইমিয়াম সাউন্ড ড্ৰাইভার। তাছাড়া এর প্রত্যেকটি ইয়ারবাডের ওজন ৩.২ গ্রাম এবং এটি খুবই হালকা ও স্বাচ্ছন্দের সাথে ব্যবহারকারীর কানে ফিট হয়ে থাকবে। এমনকি এর প্রতিটি ইয়ারবাডে দেওয়া হয়েছে একটি করে মাইক।

নয়া ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি, যা অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাছাড়া ইয়ারফোনটি অটো পেয়ারিং সাপোর্ট সহ আসায় চার্জিং কেসের ঢাকনা খোলার সাথে সাথেই এটি নিকটবর্তী স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। এখানে জানিয়ে রাখি, নতুন এই ইয়ারফোনে টাচ কন্ট্রোলের সুবিধা উপলব্ধ।

অন্যদিকে, এটি এনভারমেন্টাল নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। শুধু তাই নয়, ক্রসবিটস কার্ভ ইয়ারফোন গুগল ও সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট সহ এসেছে। টাচ কন্ট্রোলের সুবিধা থাকায় কেবলমাত্র এক বার ট্যাপেই এর ভয়েস অ্যাসিস্ট্যান্ট চালু হয়ে যাবে।

এবার আলোচনা করা যাক Crossbeats Curv ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একবার চার্জে এটি ৫ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম অফার করতে সক্ষম। উপরন্তু কেস সমেত এটি ১৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে। আবার ইউএসবি সি পোর্টের মাধ্যমে একে দু’ঘণ্টায় পুরোপুরি চার্জ দেওয়া সম্ভব।