দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমার ২৫ বছর পূর্তিতে বিশেষ ইমোজি Twitter এর

বলিউডের কিছু কিছু সিনেমা দর্শকদের মনে এতটাই দাগ কেটে গেছে, যে রিলিজ হওয়ার অনেক দিন পরেও সেই সিনেমার রেশ কাটেনি। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ বা সংক্ষেপে DDLJ এমনই একটি আইকনিক সিনেমা। এ বছর এই সিনেমার ২৫ বছর পূর্তি। এই উপলক্ষ্যে Twitter India একটি নতুন ইমোজি বের করেছে যা DDLJ-এর রজত জয়ন্তীকে উদযাপন করবে।

নতুন এই ইমোজিটি একটি বড় ঘন্টার মতো দেখতে। DDLJ-তে শাহরুখ খানের সঙ্গে সুইজারল্যান্ড ঘোরার সময় কাজল যে বিরাট ঘন্টাটি কিনেছিলেন, অনেকটা তার মতোন দেখতে এই ইমোজি। এটি সোনালি রঙের একটি ঘন্টা যার উপর বাদামি রঙের একটি বেল্ট আছে, যা আবার লাল, হলুদ, সবুজ রঙের কারুকাজ করা।

Twitter India জানিয়েছে, শাহরুখ খান ও কাজল-সহ সিনেমার মূল অভিনেতারা এই ইমোজি ব্যবহার করে টুইট করেছেন। এই ইমোজিটি #DDLJ, #DDLJ25, #25YearsOfDDLJ এবং #DilwaleDulhaniaLeJayenge এই হ্যাশট্যাগগুলি ব্যবহার করে সক্রিয় করা যায়। এছাড়া শাহরুখ খান টুইটারে নিজের নাম রাজ মলহোত্রা করে নিয়েছেন, কাজলও তাঁর নাম সিমরন করে নিয়েছেন। এই সবকিছুই করা হয়েছে DDLJ-র ২৫ বছর পালনের জন্য।

Twitter আরো জানিয়েছে, সিনেমার ২৫ বছর পূর্তি উপলক্ষে তারা ফ্যানদের জন্য একটি বিশেষ সারপ্রাইজ নিয়ে আসছে। YRF ২০ অক্টোবর সন্ধ্যা ৭ টায় টুইটারে একটি DDLJ ওয়াচপার্টি আয়োজন করবে। এই #OnlyOnTwitter ইভেন্টের মধ্য দিয়ে দর্শকরা আবার সেই পুরোনো স্মৃতি তাজা করতে পারবেন। যশরাজ ফিল্মসের তরফ থেকে আনন্দ গুরনানি সমস্ত DDLJ ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন। Twitter-এ এই নতুন ইমোজির উদ্দেশ্যও এত বছর ধরে যে দর্শকরা DDLJ-কে মনে রেখেছেন তাদের ধন্যবাদ জানানো।