অর্ধেক দামে 5G স্মার্টফোন, ফেস্টিভ সেলে 15000 টাকার কমে কিনুন এই ফোনগুলি

Flipkart আয়োজিত Grand Festive Days সেলে বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটের সাথে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

আপনি যদি নিজের জন্য সাশ্রয়ী মূল্যের একটি ‘ব্র্যান্ড নিউ’ 5G কানেক্টিভিটির স্মার্টফোন কিনতে আগ্রহী থাকেন তবে এটাই উপযুক্ত সময়! আসলে ই-কমার্স সাইট Flipkart আয়োজিত Grand Festive Days সেলে বাজেট-রেঞ্জের হ্যান্ডসেটের সাথে বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারলে মডেলগুলিকে আরো সস্তায় অর্থাৎ ১৫,০০০ টাকার অনেক কমে কেনা যাবে। এই তালিকায় -Vivo, Realme, Poco, Infinix -এর মতো নামিদামি ব্র্যান্ডের স্মার্টফোন অন্তর্ভুক্ত।

Flipkart Big Billion Days Sale -এ ১৫,০০০ টাকার কমে উপলব্ধ 5G স্মার্টফোনের তালিকা

Vivo T2x 5G

ভিভো টি২এক্স ৫জি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ১৭,৯৯৯ টাকা। কিন্তু চলমান ফ্লিপকার্ট সেলে এটিকে ফ্লাট ডিসকাউন্ট সহ মাত্র ১১,৯৯৯ টাকায় বিক্রি করা হচ্ছে। উল্লেখিত বিক্রয় মূল্যের মধ্যে ১,০০০ টাকার ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টও অন্তর্ভুক্ত।

বিশেষত্ব –

  • ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ,
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ চিপসেট।

Infinix Hot 30 5G

১২,৪৯৯ টাকা এমআরপি (MRP) সহ লঞ্চ হওয়া ইনফিনিক্স হট ৩০ ৫জি স্মার্টফোনকে এই মুহূর্তে আপনারা ফ্লাট ১,০০০ টাকা ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্টের সাথে মাত্র ১১,৪৯৯ টাকায় কিনে নিতে পারবেন। তবে Flipkart Grand Festive Days সেল শেষ হয়ে গেলেই ফোনটির দাম পুনরায় বেড়ে যাবে। এই দাম মডেলটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ অপশনের।

বিশেষত্ব –

  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর,
  • ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৭৮-ইঞ্চির ডিসপ্লে প্যানেল।

Poco X5 5G

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত পোকো এক্স৫ ৫জি স্মার্টফোনকে ২০,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। কিন্তু ফ্লিপকার্ট ঘোষিত গ্রান্ড ফেস্টিভ ডেজ সেলের দৌলতে আপনি উক্ত ফোনটিকে ডিসকাউন্ট সহ মাত্র ১৪,৯৯৯ টাকা খরচ করে বাড়ি নিয়ে আসতে পারবেন।

বিশেষত্ব –

  • কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর,
  • ৬.৬৭-ইঞ্চির AMOLED টাচ-প্যানেল,
  • ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর।

Realme 11X 5G

সস্তায় স্মার্টফোন কেনার ক্ষেত্রে রিয়েলমি ১১এক্স ৫জি একটি আদর্শ বিকল্প। এর ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের আসল দাম ১৪,৯৯৯ টাকা। তবে আপনি যদি এখন ফ্লিপকার্ট থেকে ফোনটিকে খরিদ করেন, তবে ফ্লাট ২,০০০ টাকা ছাড় পেয়ে যাবেন। যারপর এটিকে ১২,৯৯৯ টাকায় কেনা সম্ভব। আবার প্রযোজ্য ব্যাঙ্ক কার্ড অফারের লাভ ওঠাতে পারলে অতিরিক্তভাবে আরো ১,০০০ টাকার ছাড় পাওয়া যাবে।

বিশেষত্ব –

  • ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭২-ইঞ্চি ডিসপ্লে প্যানেল,
  • মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ প্রসেসর।