সেরা ডিজাইনের জন্য স্বীকৃতি, নামীদামী ব্র্যান্ডকে হারিয়ে বড় পুরস্কার পেল Tecno

টেকনো (Tecno) বাজেট ফ্রেন্ডলি ব্র্যান্ড হওয়া সত্ত্বেও, তাদের মোবাইলগুলি ডিজাইন এবং বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তির ওপর সবসময়ই জোর দেয়, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে। আর এখন তার জন্য স্বীকৃতিও পেল চীনা ব্র্যান্ডটি। Tecno Spark 20 Pro+ ফোনটি ফ্রেঞ্চ ডিজাইন অ্যাওয়ার্ডস ২০২৪ (French Design Awards 2024)-এ দুটি মর্যাদাপূর্ণ সম্মান জিতে নিয়েছে। Spark 20 Pro+ মোবাইল ফোন, ট্যাবলেট এবং ওয়্যারেবল ক্যাটাগরি এবং ডিজিটাল ও ইলেকট্রনিক ডিভাইস উভয় ক্যাটাগরিতেই জিতেছে। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস অ্যাসোসিয়েট (IAA) দ্বারা আয়োজিত এই অ্যাওয়ার্ড ডিজাইন কমিউনিটির মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যা এবছর ৩০টিরও বেশি দেশ থেকে ১,০০০টিরও বেশি এন্ট্রি পেয়েছে৷

Tecno Spark 20 Pro+ এর মুকুটে যুক্ত হল নতুন পালক

চীনা ব্র্যান্ডটি জানিয়েছে যে, টেকনো স্পার্ক ২০ প্রো প্লাস-এর ডিজাইনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ একটি কোয়াড্রেন্ট স্টার অ্যারে ক্যামেরা ডিজাইন সহ আর্গোনমিক্স এবং প্রযুক্তির মিশ্রণ রয়েছে। এর লক্ষ্য হল ফাংশনালিটির সাথে অ্যাস্থেটিক সিমেট্রিকে একত্রিত করা। ডিভাইসটি এর ৫৬.৫ ডিগ্রি ডাবল কার্ভড ডিজাইনের সাথে একটি আর্গোনমিক ডিজাইনও তুলে ধরে, যা হাতে ধরা আরও আরামদায়ক করে তোলার জন্য ৭.৫৫ মিলিমিটারের স্লিম প্রোফাইল বজায় রাখে। এছাড়াও, স্পার্ক ২০ প্রো প্লাস গ্লাসেস-ফ্রি ত্রিমাত্রিক (3D) ডিজাইন নিয়ে এসেছে এবং ভিজ্যুয়াল আবেদন বাড়াতে এবং অতিরিক্ত ক্যামেরা সুরক্ষা প্রদান করতে ন্যানোস্কেল ফটোলিথোগ্রাফি অন্তর্ভুক্ত করে।

এছাড়া, ম্যাজিক স্কিন ২.০-এর প্রবর্তনের সাথে টেকনো স্পার্ক ২০ প্রো প্লাস-এর আরেকটি মূল দিক হল এর স্থায়িত্ব। ফোনের রিয়ার শেলে ব্যবহৃত এই বিশেষ উপাদানটিতে প্রোডাক্ট ডিজাইনে পরিবেশগত দিকগুলির সাথে সামঞ্জস্য রেখে টেকসই এবং ব্যাকটেরিয়ারোধী বৈশিষ্ট্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ম্যাজিক স্কিন ২.০ আসল লেদার টেক্সচার এবং স্থায়িত্ব প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে।

Tecno Spark 20 Pro+

Tecno Spark 20 Pro+ এর স্পেসিফিকেশন

গত জানুয়ারি মাসে Tecno Spark 20 Pro+ ফোনটি ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস প্রদান করে। পারফরম্যান্সের জন্য, এই টেকনো ফোনটি MediaTek Helio G99 প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 20 Pro+এর রিয়ার ক্যামেরা সেটআপে ৩x লসলেস জুম ও ১০x ডিজিটাল জুম সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Spark 20 Pro+এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৩৩ ওয়াট চার্জিং স্পিড সাপোর্ট করে।