Hero Electric Optima CX: অসাধারণ ই-স্কুটার লঞ্চ করল হিরো, 62190 টাকা দাম, একচার্জে 140 কিমি দৌড়বে

ভারতে চুপিসারে লঞ্চ হল 2022 Hero Optima CX।  Optima। সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কারণ হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর জনপ্রিয় মডেলগুলির মধ্যে অন্যতম Optima সিরিজ দীর্ঘ দিন ধরে সংস্থাটির পায়ের তলার মাটি ক্রমশই শক্ত করেছে। আর গতকাল অপ্টিমার নতুন সংস্করণটি বাজারে হাজির করল হিরো। নতুন Hero Electric Optima CX উন্নত চ্যাসিস, আগের তুলনায় ৩০ শতাংশ বেশি কার্যকরী ব্রেক এবং আরও এফিশিয়েন্ট মোটরের সাথে এসেছে। Hero Optima CX-র দাম স্পেসিফিকেশন ও ফিচারগুলি এক নজরে দেখে নেওয়া যাক ।

হিরো অপটিমা সিএক্স ফিচার্স (Hero Optima CX Features)

হিরো অপটিমা সিএক্স দুটি ভ্যারিয়েন্টে বেছে নেওয়া যাবে – সিঙ্গেল ব্যাটারি এবং ডুয়াল ব্যাটারি৷  মডেলগুলি ব্লু, গ্রে এবং হোয়াইট রঙে উপলব্ধ। ডিজাইনের দিক থেকে এরা অভিন্ন। এলইডি হেডল্যাম্প, ডিজিটাল ড্যাশ, ইউএসবি পোর্ট, রিমোট লক এবং অ্যান্টি থেফ্ট অ্যালার্ম ফিচার দ্বারা সুসজ্জিত হয়ে এসেছে Hero Optima CX।

এছাড়া, হিরো অপটিমা সিএক্স ই-স্কুটারের অন্যান্য বিশেষ ফিচারগুলির তালিকায় রয়েছে ক্রুজ কন্ট্রোল, ওয়াক অ্যাসিস্ট, রিভার্স মোড এবং একটি নেগেটিভ ব্যাকলিট ইন্সট্রুমেন্ট কনসোল। হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে টেলিস্কোপিক সাসপেনশন সহ ১২ ইঞ্চি অ্যালয় হুইল রয়েছে।

হিরো অপটিমা সিএক্স ব্যাটারি, রেঞ্জ ও মোটর ( Hero Optima CX Battery, Range & Motor)

Hero Optima CX-এর সিঙ্গেল ব্যাটারি মডেলটি ৫১.২ ভোল্ট, ৩০ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি প্যাক এবং ১.২ কিলোওয়াট ক্ষমতার মোটর সহ হাজির হয়েছে। স্কুটারটির রেঞ্জ ৮২ কিমি। পোর্টেবল ব্যাটারি প্যাকটি সম্পূর্ণ চার্জ হতে ৪-৫ ঘন্টা সময় লাগে।

আবার ই-স্কুটারটির ডুয়েল ব্যাটারি মডেলে সিঙ্গেল ব্যাটারি অপশনের রেঞ্জের তুলনায় দ্বিগুণ হওয়া বাঞ্ছনীয়। কিন্তু সেটি ১৪০ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। তবে সন্তোষজনক বিষয়টি হল ডুয়েল ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে সিঙ্গেল ব্যাটারির মতোই ৪-৫ ঘন্টাই সময় লাগে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটার৷ তুলনাস্বরূপ, পুরনো মডেলটির টপ স্পিড ছিল ৪২ কিলোমিটার।

হিরো অপটিমা সিএক্স দাম ও প্রতিদ্বন্দ্বী (Hero Optima CX Price & Rivals)

হিরো অপটিমা সিএক্সেহ সিঙ্গেল ও ডুয়েল ব্যাটারি অপশনের মূল্য যথাক্রমে ৬২,১৯০ টাকা ও ৭৭,৪৯০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে৷ বাজারে Bounce Infinity E1, BGauss A2 এবং Ampere Magnus ইলেকট্রিক স্কুটারগুলির সাথে Optima CX-এর জোরদার টক্কর চলবে।