Kia Sonet Facelift: ফিচার্সে ঠাসা SUV নিয়ে হাজির কিয়া, টাটা-মারুতির খেলা এবার শেষ!

কিয়া (Kia) ভারতে দুটি এসইউভি মডেলের মাধ্যমে নিজের জনপ্রিয়তার বহর অক্ষত রেখেছে। এগুলি হল – Sonet ও Seltos। দীর্ঘদিন হল প্রথম মডেলটি কোন আপডেট পায়নি। তাই আজ Sonet Facelift উন্মোচন করে Tata Nexon এবং Maruti Brezza-কে বার্তা দিল কিয়া। সেগমেন্ট ফার্স্ট ফিচার্স হিসেবে গাড়িটিতে প্রচুর চমক রয়েছে। যার মধ্যে অন্যতম অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম বা অ্যাডাস (ADAS)। চলুন আর কথা না বাড়িয়ে নতুন Kia Sonet ফেসলিফ্টের খুঁটিনাটি দেখে নেওয়া যাক।

Kia Sonet Facelift : ডিজাইন

নতুন কিয়া সনেট-এ দেওয়া হয়েছে আগের চাইতে বড় এলইডি হেডল্যাম্প ও ডিআরএল। এছাড়া রয়েছে এলইডি ফগ লাইট, এবং নতুন বাম্পার। এতে দুটি ভার্টিক্যাল, C-আকৃতির টেললাইট ও ১৬ ইঞ্চি অ্যালয় হুইল অফার করেছে কিয়া। তাৎপর্যপূর্ণ বিষয়, এবারে সনেট গাড়ির GT ও X-Line ভার্সনের আলাদা ডিজাইন দিয়েছে কিয়া। ম্যাট কালার সমেত আটটি মোনোটোন এবং দুটি ডুয়েলটোন কালারে বেছে নেওয়া যাবে গাড়িটি।

Kia Sonet Facelift: ইন্টেরিয়র ও ফিচার্স

Kia Sonet Facelift-এর বিশেষ ফিচার্স হিসাবে আছে ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম ও ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম, বিভিন্ন ড্রাইভ মোড এবং HVAC কন্ট্রোল। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গাড়িটিতে ভারতের প্রথম ‘ফাইন্ড মাই কার’ ফিচার দেওয়া হয়েছে। লেভেল ওয়ান অ্যাডাস সিস্টেমের আওতায় রয়েছে হাই বিম অ্যাসিস্ট্যান্স, লেন কিপিং অ্যাসিস্ট্যান্স, ফরোয়ার্ড কলিশন অ্যাভয়েডেন্স অ্যাসিস্ট্যান্স, লেন ডিপারচার ওয়ার্নিং, ইত্যাদি সিকিউরিটি ফিচার্স।

এছাড়া রয়েছে ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, ব্লাইন্ড ভিউ মনিটর সহ ৩৬০ ডিগ্রি ক্যামেরা, এবং ফোরওয়ে মোটোরাইজ ড্রাইভার সিট। পাশাপাশি সানরুফ, লেদারেট আপহোলস্টেরি, বোস অডিও সাউন্ড সিস্টেম, ডুয়েল টোন ইন্টেরিয়র অ্যাক্সেন্ট সহ এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং, এবং ভেন্টিলেটেড সিটের কথা বলতে হয়।

Kia Sonet Facelift: পাওয়ারট্রেন

কিয়া সনেট ফেসলিফ্টে আগের মতোই একটি ১.২ লিটার, ফোর সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। ৫-গতির গিয়ারবক্স যুক্ত মডেলটি থেকে সর্বোচ্চ ৮৩ এইচপি ক্ষমতা উৎপন্ন হবে। আবার ১.০ লিটার থ্রি সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিনেও বেছে নেওয়া যাবে গাড়িটি। যার আউটপুট ১২০ এইচপি। তাছাড়াও, ১.৫ লিটার ফোর সিলিন্ডার ডিজেল ইঞ্জিন অপশন আছে, যা থেকে ১১৬ এইচপি শক্তি পাওয়া যায়।

Kia Sonet Facelift: দাম

সনেট ফেসলিফ্টের দাম অবশ্য আজ ঘোষণা হয়নি। জানুয়ারিতে মূল্য ঘোষণা করা হতে পারে। আগামী ২০ ডিসেম্বর থেকে গাড়িটির বুকিং শুরু হচ্ছে। অবগতির জন্য জানিয়ে রাখি, কিয়া সনেটের বর্তমান মডেলটির মূল্য ৭.৭৯ লক্ষ টাকা থেকে শুরু করে ১৪.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে। তাই নতুন ভার্সনের দাম ৮ লাখ থেকে শুরু হবে বলে অনুমান।