ঘুরে দাঁড়াতে মরিয়া Vodafone Idea, সাহায্য চাইলো SBI-এর কাছে

চূড়ান্ত বেহাল দশা থেকে ঘুরে দাঁড়াতে এবার অগ্রণী ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং সংস্থা SBI Capital Markets -এর দ্বারস্থ হলো ভোডাফোন আইডিয়া লিমিটেড (সংক্ষেপে Vi)। ফলে পূর্ববর্তী সমস্ত লোন পরিশোধ এবং পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগী সংস্থাটি Vi গোষ্ঠীকে নতুন ঋণ সংগ্রহের ব্যাপারেও সহায়তা করবে। উল্লেখ্য, বর্তমানে Vi গোষ্ঠীর মাথায় চেপে বসে থাকা ঋণের পরিমাণ প্রায় ২০,০০০ থেকে ২৩,০০০ কোটি টাকা। আগামী চার বছরের মধ্যে দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম অপারেটার সংস্থাটিকে এই বিপুল পরিমাণ অর্থ শোধ করতে হবে। সেক্ষেত্রে SBI Capital Markets আলোচ্য সংস্থাকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য প্রদান করবে বলে সামনে এসেছে।

অপেক্ষাকৃত কম সুদে ধীরে ধীরে ঋণ পরিশোধের কথা ভাবছে Vi

ঋণভারে জর্জরিত Vi আপাতত লোন পুনর্গঠনের মাধ্যমে সংকট কাটিয়ে উঠতে চাইছে। সেদিক থেকে সংস্থাটি তুলনামূলক কম সুদে ধীরে ধীরে ঋণের ভার হালকা করতে আগ্রহী। তাছাড়া ইনভেস্টর বোর্ড ও প্রোমোটারদের তরফ থেকে কোনো সাহায্য না পাওয়ায় Vi নতুন করে তহবিল জোগাড় করতে সচেষ্ট। বর্তমানে এই সংস্থা তাদের বিদেশস্থিত পরিবর্তনযোগ্য বন্ড বিক্রি করেও ৭৫০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের কথা ভাবছে।

পাশাপাশি ভোডাফোন আইডিয়া সম্প্রতি Apollo Global Management এবং Carlyle জাতীয় ইক্যুইটি ইনভেস্টরদের সাথে কথাবার্তা চালিয়ে আরো ১ বিলিয়ন মার্কিন ডলার আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এভাবে অর্থ সংগ্রহের ক্ষেত্রে খুব দ্রুত সাফল্য না পেলে Vi পুরোপুরি সঙ্কটমুক্ত হবেনা বলেই আমাদের ধারণা। কারণ একাজে দেরীর সাথে সাথে আরো অসংখ্য গ্রাহক ভোডাফোন আইডিয়ার পরিষেবা ত্যাগ করবে যা সংস্থার ক্ষতি বাড়ানোর পক্ষে যথেষ্ট।

একথা অনেকেই জানেন যে 5G পরিষেবার দোরগোড়ায় পৌঁছে গেলেও Vi -এর 4G নেটওয়ার্ক সম্পর্কে গ্রাহকদের মধ্যে বহু অভাব-অভিযোগ রয়েছে। সেদিক দিয়ে সব সীমাবদ্ধতা কাটিয়ে উন্নত মানের 4G পরিষেবা সরবরাহ করতে না পারলে ভবিষ্যতে সংস্থাটি দ্বিতীয়বার ট্যারিফ মূল্য বাড়ানোর পক্ষে সওয়াল করতে পারবে না। ফলে মরিয়া হয়েই এই টেলকো বর্তমানে তহবিল সংগ্রহের উপায় খুঁজছে।