Garena Free Fire Today Redeem codes 31 January 2022: আজকের ফ্রি ফায়ার রিডিম কোড দেখে নিন

Free Fire Redeem Codes Today 31 January 2022: ভারতে পাবজি গেম ব্যান হয়ে যাওয়ার পর থেকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে মাল্টিপ্লেয়ার ব্যাটেল গেম Garena Free Fire। ১১১ ডটস স্টুডিও দ্বারা নির্মিত ১০ মিনিটের এই খেলায় ৫০ জন প্লেয়ার একসাথে অংশগ্রহণ করতে পারেন। বেশি সংখ্যক গেমারদের গেমটির প্রতি আকৃষ্ট করার জন্য সংস্থার পক্ষ থেকে প্রতিদিনই রিলিজ করা হচ্ছে ১২ ক্যারেক্টারের ফ্রি রিডিম কোড (redeem code), যা ব্যবহার করে গেমাররা ইন-গেম আইটেম যেমন স্কিন, উইপন, ক্যারেক্টার ইত্যাদি অর্জন করতে পারবেন। তবে এই রিডিম কোডগুলি ব্যবহার করার জন্য গেমারদের কয়েকটি সহজ স্টেপ অনুসরণ করতে হবে। প্রথমেই তাদের নিজস্ব ফেসবুক, ভিকে বা অন্য কোনো আইডি দিয়ে গ্যারিনা ফ্রি ফায়ারের রিডেম্পশন ওয়েবসাইটে এন্টার করতে হবে। এরপর রিডিম কোড এন্টার করে রিওয়ার্ডের জন্য ক্লেম করতে হবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিম কোডগুলি।

Free Fire today redeem codes 31 January (আজ ৩১ জানুয়ারির ফ্রি ফায়ার রিডিম কোড)

FT6Y-GBTG-VSRW

FGHE-U76T-RFQB

N34M-RTYO-HNI8

UBJH-GNT6-M7KU

SVBN-K58T-7G65

X4SW-FGRH-G76T

6AQ2-WS1X-D5RT

Y374-UYH5-GB67

NJKI-89UY-7GTV

C3DS-EBN4-M56K

F7UL-O80U-9J8H

FG16-D5TS-REF3

FG56-NY7K-GFID

FS7W-65RF-ERFG

Garena Free Fire redeem codes for January 31 2022 (গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ৩১ জানুয়ারি ২০২২)

FJ8U-H7YF-TDRF

FWV3-B4R5-TY0I

FV5D-RSE1-DC2V

FRV4-J567-8KOU

F2MK-HIO9-8GF7

F6S5-AQ4R-23F4

F5B6-NYHI-8V7C

F6S5-ARQW-F23V

F4RB-E3G2-1QTA

FZX7-65D4-SE3D

F33V-4B5R-TJ6Y

FU7G-6V5C-4RXS

F1V3-EB45-RTJY

GIU8-7V6C-5DXR

How to redeem Free Fire today redeem codes for January 31 (কীভাবে আজ ৩১ জানুয়ারির ফ্রি ফায়ার রিডিম কোড রিডিম করবেন)

• গ্যারেনা ফ্রি ফায়ার রিডিম কোড ব্যবহার করে রিওয়ার্ড জেতার জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল রিডেম্পশন সাইট, https://reward.ff.garena.com/en -এ যেতে হবে।
•তারপর সেখানে গেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগ-ইন না করে প্লেয়ারদের নিজস্ব Google, Facebook, Huawei, VK বা Apple- যেকোনো আইডি এন্টার করতে হবে।
• এরপর উপরোক্ত যেকোনো একটি রিডিম কোড সঠিকভাবে কপি করে ওয়েবসাইটের টেক্সটবক্সে পেস্ট করে নীচের ‘ok’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে ‘Successful’ মেসেজ ফুটে উঠবে।

এবার আপনার রিডেম্পশন প্রক্রিয়া সম্পন্ন হলো। তবে ইন-মেল সেকশনে রিওয়ার্ড পৌছতে ২৪ ঘন্টা সময় লাগতে পারে।