Realme GT Neo 2 শক্তিশালী Snapdragon 870 প্রসেসর সহ আসছে, দেখা গেল Geekbench-এ

Realme GT সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে GT Neo 2-এর শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিভিন্ন মহল থেকে তথ্য উঠে এসেছে। Realme GT Neo 2-এর পারফরম্যান্স কেমন হবে, এবার তা যাচাই করতে নেমে পড়েছে সংস্থাটি। আসলে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে দেখা গিয়েছে Realme RMX3370 মডেল নম্বরের একটি ফোনকে। এটি Realme GT Neo 2-এর মডেল নম্বর বলেই মনে করা হচ্ছে।

গিকবেঞ্চের ডেটাবেসে Realme GT Neo 2-কে Snapdragon 870 প্রসেসরের সাথে দেখা গিয়েছে। প্রসঙ্গত, ফোনটির প্রিডিসেসর Realme GT Neo-তে Dimensity 1200 চিপসেট দেওয়া হয়েছিল। গিকবেঞ্চে Realme GT Neo 2-এর ১২ জিবি র‌্যাম ভার্সনের টেস্টিং চলেছে। তবে এটি ৮ জিবি র‌্যামের অপশনেও আসবে বলে মনে করা হচ্ছে। সেইসঙ্গে ১২৮ জিবি / ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের বিকল্প থাকতে পারে।

Realme GT Neo 2 Geekbench listing

Realme GT Neo 2 ব্যাটারি ও ফাস্ট চার্জিং

সম্প্রতি রিয়েলমি জিটি নিও ২ চীনের থ্রিসি সার্টিফিকেশন সাইটের থেকে অনুমোদন পেয়েছিল। সেই সার্টিফিকেশন অনুসারে, ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে রিয়েলমি জিটি নিও ২ ফোনে। এতে থাকবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি।

রিয়েলমি জিটি নিও ২ অন্যান্য স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিয়েলমি জিটি নিও ২ ফোনে ৬.৬২ ইঞ্চি ফুল-এইচডি প্লাস ডিসপ্লে দেখা যেতে পারে। যা ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট অফার করবে। এছাড়া ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরের সঙ্গে আসতে পারে রিয়েলমি জিটি নিও ২।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন