অপেক্ষার অবসান, দুর্দান্ত ফিচার সহ iQOO 10, iQOO 10 Pro লঞ্চ হচ্ছে আগামী ১৯ জুলাই

iQOO 10 সিরিজকে আগামী ১৯শে জুলাই চীনের বাজারে লঞ্চ করা হবে বলে সম্প্রতি ঘোষণা করলো iQOO। আসন্ন এই সিরিজের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে – iQOO 10 এবং iQOO 10 Pro। এছাড়াও, iQOO 10 Legend BMW Edition নামের আরেকটি মডেলও অন্তর্ভুক্ত থাকতে পারে এই সিরিজে। তদুপরি, আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণার পাশাপাশি সংস্থার তরফ থেকে একটি ছোট টিজার ভিডিও -ও রিলিজ করা হয়েছে। ভিডিও ক্লিপ অনুসারে, সিরিজ অন্তর্গত মডেলগুলিতে ডুয়াল-টোন ডিজাইন এবং একটি উত্থিত ক্যামেরা মডিউল দেখা যাবে। সর্বোপরি, iQOO 10 স্মার্টফোন সিরিজকে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসরের সাথে নিয়ে আসা হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে টেক ব্র্যান্ডটি।

চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো (Weibo) -তে একটি ছোট ক্লিপ পোস্ট করে আইকো সম্প্রতি ঘোষণা করেছে যে, আইকো ১০ সিরিজকে আগামী ১৯শে জুলাই সন্ধ্যা ৭.৩০ (IST) নাগাদ চীনের বাজারে লঞ্চ করা হবে। একসাথে, সংস্থাটি নিশ্চিত করেছে যে, আসন্ন এই লাইনআপের অধীনে – আইকো ১০ এবং আইকো ১০ প্রো নামের দুটি স্মার্টফোন আসবে। যদিও এই ভিডিও ক্লিপটিতে, আইকো ১০ লেজেন্ড বিএমডাব্লিউ এডিশন নামের আরেক মডেল উন্মোচন করা হতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে। কোম্পানির বিবৃতি অনুসারে, এই সিরিজটি ১০​​তম প্রজন্মের ফ্ল্যাশ চার্জিং টেকনোলজি সাপোর্ট সহ আসবে।

সদ্য প্রকাশিত টিজার ভিডিওতে ডুয়াল-টোন ফিনিশিংয়ের সাথে একটি ফোনকে দেখা গেছে। যার থেকে অনুমান করা হচ্ছে যে, ফোনের একটি নির্দিষ্ট অংশে কার্বন ফাইবারের মতো উপাদান থাকবে এবং অন্য অংশে লেদার ফিনিশ দেখা যাবে। এছাড়া, ফোনের ব্যাক প্যানেলে একটি উত্থিত ক্যামেরা ইউনিট থাকবে, যেখানে “fascination meets innovation” লেখা খোদাই করা থাকতে পারে।

প্রসঙ্গত, লঞ্চের আগেই আপকামিং সিরিজ অধীনস্ত প্রো মডেলটিকে বেশ কয়েকটি সার্টিফিকেশন সাইটে উপস্থিত হতে দেখে গেছে। যার দরুন এর কিছু কী-ফিচার অনলাইনে ফাঁস হয়েছে।

iQOO 10 Pro স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আইকো ১০ সিরিজটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর দ্বারা চালিত হওয়ার বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করেছে সংস্থা। জানিয়ে রাখি, বিদ্যমান স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেটের আপগ্রেডেড ভার্সন হিসাবে গত মে মাসে এই লেটেস্ট প্রসেসরকে ঘোষণা করা হয়েছিল। উক্ত স্মার্টফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৭৮ ইঞ্চির (১,৪৪০x৩,২০০ পিক্সেল) ১০-বিট LTPO ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই প্রো মডেলটি চারটি র‌্যাম (৬ জিবি, ৮ জিবি, ১২ জিবি, ১৬ জিবি) এবং তিনটি স্টোরেজ (১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি) বিকল্পের সাথে আসতে পারে।

iQOO 10 Pro স্মার্টফোনের রিয়ার ক্যামেরা ইউনিটে – দুটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি ১৪.৬ মেগাপিক্সেলের সেন্সর থাকবে বলে টিজ করা হয়েছিল। ডিভাইসের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার থাকতে পারে। বায়োমেট্রিক প্রমাণীকরণের জন্য উক্ত হ্যান্ডসেটে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ হবে বলে জানা গেছে। আর পাওয়ার ব্যাকআপের জন্য আইকো ১০ প্রো ফোনে সম্ভবত ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি অফার করা হবে, যা ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে।