চাইনিজ স্মার্টফোনকে টেক্কা দিতে আসছে দেশীয় Micromax In 2b, লঞ্চের আগে জানুন ফিচার

অফিসিয়াল লঞ্চ ইভেন্টের (৩১ জুলাই) ঠিক আর পাঁচ দিন বাকি। IN 2b স্মার্টফোনের প্রথম ঝলক দেখানোর জন্য অবশেষে আজকের দিনকেই বেছে নিল Micromax। টিজার ভিডিও ভাগ করে নিয়ে এই প্রথম Micromax In 2b হ্যান্ডসেটের ডিজাইন উন্মুক্ত করল তারা। সেইসঙ্গে দেশীয় স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাটি তাদের ওয়েবসাইটে Micromax In 2b-এর জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি করেছে। সেখান থেকেও বেরিয়ে এল এই এন্ট্রি লেভেল স্মার্টফোনের বিষয়ে বেশ কিছু তথ্য।

Micromax In 2b প্রথম টিজার ভিডিও

মাইক্রোম্যাক্স ইন ২বি টিজার ভিডিওতে তিনটি রঙের বিকল্পে দেখা গেছে – ব্ল্যাক, গ্রিন, এবং ব্লু। স্মার্টফোনটির পিছনে রয়েছে আয়তকার ক্যামেরা মডিউল। যার মধ্যে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা অবস্থিত। সেখানে এআই ক্যামেরা ব্র্যান্ডিং রাখা হয়েছে। এছাড়া রিয়ার প্যানেলের উপরের দিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং নীচের দিকে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে।

Micromax In 2b ডিসপ্লে

মাইক্রোম্যাক্স ইন ২বি-এর ল্যান্ডিং পেজ এখন মাইক্রোম্যাক্স ইন্ডিয়ার ওয়েবসাইটে উপলব্ধ। অফিসিয়াল লিস্টিং অনুযায়ী এতে টিয়ারড্রপ নচযুক্ত ডিসপ্লে থাকবে। বাজেট ফোনে যেমনটা দেখা যায়৷ ডিসপ্লের আয়তন বা রেজোলিউশন সম্পর্কে অবশ্য কিছু জানা যায়নি।

Micromax In 2b পারফরম্যান্স

ল্যান্ডিং পেজ থেকে জানা গেছে, মাইক্রোম্যাক্স ইন ২বি গেমিং চিপসেট এবং মালি জি৫২ জিপিইউ-এর সাথে আসবে। আনটুটু বেঞ্চমার্ক স্কোর শেয়ার করে মাইক্রোম্যাক্সের দাবি, ইন ২বি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ৪৫ শতাংশ ভাল পারফরম্যান্স দেবে। আবার গ্রাফিক্সের দিক থেকেও এই সেগমেন্টে বাকি চাইনিজ হ্যান্ডসেটের তুলনায় মাইক্রোম্যাক্স ইন ২বি ৩০ শতাংশ পারফর্ম করবে বলে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এছাড়া মাইক্রোম্যাক্স বলছে, ইন ২বি-এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্লেজিং ফাস্ট স্পিডে ফোন আনলক করবে। বাকিদের তুলনায় ১৮৫ শতাংশ বেশি গতিতে৷ মাইক্রোম্যাক্স ইন ২বি-এর পারফরম্যান্সের পাশাপাশি শক্তিশালী ব্যাটারি নিয়ে মার্কেটিংয়ে জোর দেওয়া হয়েছিল। হতাশ করেনি তারা, ল্যান্ডিং পেজে অনুযায়ী, মাইক্রোম্যাক্স ইন ২বি-৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।

একবার চার্জ করলে মাইক্রোম্যাক্স ইন ২বি ১৬০ ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম, ২০ ঘন্টার ওয়েব ব্রাউজিং, ১৫ ঘন্টা ধরে ভিডিও স্ট্রিমিং, এবং ৫০ ঘন্টা ধরে ফোনে কথা বলার মতো ব্যাকআপ দেবে।

Micromax In 2b গিকবেঞ্চ লিস্টিং

মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনের গিকবেঞ্চ লিস্টিং অনুসারে, এতে ৪ জিবি র‌্যাম ও অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম থাকবে। প্রসেসিং পাওয়ারের জন্য এতে এটি ইউনিসক টি৬১০ চিপসেট ব্যবহার করা হবে। এই প্রসেসরে আছে দুটি ১.৮ গিগাহার্টজ কর্টেক্স এ৭৫ সিপিইউ কোর এবং ছটি ১.৬ গিগাহার্টজ কর্টেক্স এ৫৫ কোর। সাথে রয়েছে মালি জি৫২ জিপিইউ। গিকবেঞ্চের সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে ফোনটির স্কোর যথাক্রমে ৩৫০ এবং ১২০৪ পয়েন্ট।

Micromax In 2b অন্যান্য স্পেসিফিকেশন

প্রাইসবাবার রিপোর্ট বলছে, মাইক্রোম্যাক্স ইন ২বি ৬.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লের সাথে আসবে। এতে এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট থাকবে। এটি ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজের সিঙ্গেল ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

মাইক্রোম্যাক্স ইন ২বি স্মার্টফোনের পিছনে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর থাকবে। সেলফি তোলার জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া ফোনে মাইক্রোএসডি কার্ড এবং ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন