ভারতে Benelli 502 C আরবান ক্রুজারের উপর থেকে আগামীকাল পর্দা উঠছে

গত বছরের তুলনায় Benelli-কে এ বছর আরও বেশি সক্রিয় দেখাচ্ছে। আগের বছর BS6 মডেল হিসেবে তারা কেবলমাত্র Imperiale 400 ভারতের মোটরসাইকেল মার্কেটে এনেছিল। তবে চলতি বছরে তারা ভারতে সাতটি নতুন মডেল লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। দেরিতে হলেও BS6 ভার্সনে সংস্থাটির TRK 502, TRK 502X and Leoncino 500 মোটরবাইক ভারতে পা রেখেছে। ৫০০ সিসি সেগমেন্টে নিজের জাত আরও ভাল করে চেনাতে Benelli এ বার পারফরম্যান্স ওরিয়েন্টেড ক্রুজার নিয়ে ভারতে হাজির হচ্ছে।

বেনেলি ইন্ডিয়া তাদেল অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলিতে আসন্ন ক্রুজারের একটি টিজার শেয়ার করেছে, যার উপর থেকে আগামীকাল পর্দা উঠতে চলেছে। কোন মডেলের ক্রুজার তার কোনো নামোল্লেখ নেই। হয়তো হাইপ বাড়ানোর জন্য এটি একটি কৌশল। তবে টিজার দেখে ক্রুজার বাইকটি 502 C মডেলের বলেই মনে হচ্ছে। Benelli 502 C মডার্ন ক্রুজার বাইকটি আন্তর্জাতিক বাজারে “আরবান ক্রুজার” (Urban Cruiser) বলে বাজারজাত করা হয়, আর এই শব্দবন্ধনীটি টিজারের পাশাপাশি টিজারের ক্যাপশনে জায়গা পেয়েছে। সুতরাং, আগামীকাল Benelli 502 C যে অনাবৃত হতে চলেছে, তা নিয়ে আর দ্বিধা রইল না।

Benelli 502 C দাম, প্রি-বুকিং, লঞ্চ

বেনেলি ৫০২ সি কাল উন্মোচন করা হলেও লঞ্চ হয়তো মাসের শেষের দিক হতে পারে। তবে অগ্রিম বুকিং কালই শুরু হয়ে যাবে বলে আশা করা যায়। এই ক্রুজার বাইকের দাম ৪.৯০ লাখ থেকে ৫.০০ লাখ টাকার মধ্যে রাখা হতে পারে।

Benelli 502 C স্পেসিফিকেশন

বেনেলি ৫০২ সি ৫০০ সিসি-র লিকুইড কুল্ড, প্যারালাল টুইন ইঞ্জিনে চলে। এটি ৮,৫০০ আরপিএম গতিতে ৪৭ বিএইচপি ম্যাক্স পাওয়ার এবং ৬,০০০ আরপিএম গতিতে ৪৬ এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম। ২১.৫ লিটারের বড় ফুয়েল ট্যাঙ্ক, ১৭০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ৭৫০ মিমি সিট থাকার কারণে বেনেলি ৫০২ সি ক্রুজার মোটরসাইকেল ট্যুরিংয়ের জন্যও অত্যন্ত আদর্শ। বাইক সাপসেনশনের কার্যভার ৪১ মিমি ইউএসডি ফোর্কস এবং সুইংআর্ম ও প্রি-লোড অ্যাডজাস্টমেন্ট সহ মনো-শক ইউনিটের উপর চাপানো। অপ্টিমাম ব্রেকিং পাওয়ারের জন্য বাইকে টুইন ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এবিএস সহ সিঙ্গেল রিয়ার ডিস্ক ব্রেক আছে।

ফিচারের দিক থেকে বেনেলি তাদের ৫০২ সি ক্রুজার বাইকে ফুল এলইডি লাইটিং এবং ডুয়েল ডিসপ্লে মোড সহ টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রেখেছে। আর শেষে যে কথাটা না বললে অসম্পূর্ণ থেকে যায় – ডিজাইনের দিক থেকে ডুকাটি ডিয়াভেল ১২৬০ এর সাথে বেনেলি ৫০২ সি -এর কিন্তু বেশ সাদৃশ্য রয়েছে। সেক্ষেত্রে ডিয়াভেল ১২৬০ যাদের সামর্থ্যের বাইরে তারা বেনেলি ৫০২ সি কিনে দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন