৬৪ মেগাপিক্সেল ক্যামেরার সাথে আসছে Samsung Galaxy A82

চলতি বছরের শুরুতেই জানা গিয়েছিল Samsung তাদের Galaxy A80 এর আপগ্রেড ভার্সন Galaxy A82 এর ওপর কাজ করছে। গতমাসে এই ফোনটিকে গিকবেঞ্চে (Geekbench) দেখা যায়। এমনকি সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এ৮২ ব্লুটুথ সার্টিফিকেশনও (Bluetooth SIG) পেয়েছে। যেখান থেকে এর প্রসেসর সহ অন্যান্য তথ্য সামনে এসেছে। আজ নতুন একটি রিপোর্টে Samsung Galaxy A82 এর ক্যামেরা স্পেসিফিকেশনও ফাঁস হল।

Galaxy Club এর এই রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি এ৮২ ফোনটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। এতে Sony IMX686 ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। যদিও আগের একটি রিপোর্টে বলা হয়েছিল, Samsung Galaxy A82 ফোনে কোম্পানির নিজস্ব ISOCELL GW1 সেন্সর থাকবে। রিপোর্টে আরও বলা হয়েছে, এই ফোনটি ইউরোপে নাও লঞ্চ হতে পারে।

এর আগে Bluetooth SIG সাইট থেকে জানা গিয়েছিল, স্যামসাং গ্যালাক্সি এ৮২ ফোনে লো এনার্জি সহ ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি থাকবে। এখানে ফোনটিকে SM-826S মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

আবার গিকবেঞ্চ থেকে সামনে এসেছিল যে, Samsung Galaxy A82 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্লাস প্রসেসর ব্যবহার করা হবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে থাকবে এড্রেনো ৬৪০ জিপিইউ। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের চলবে। আবার ফোনটি ৬ জিবি র‌্যাম সহ পাওয়া যাবে। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন